হুযুর সাঃ এর দানশীলতা pdf বই ডাউনলোড। সুলতানে মদীনা এর দানশীলতা হযরত আব্দুল্লাহ্ হাওজনি থেকে বর্ণিত; হালব নামক স্থানে (সিরিয়া) মুয়াজ্জিনে রাসূল হযরত সায়্যিদুনা বিলাল। এর সাথে আমার সাক্ষাৎ হল এবং আমি তার কাছ থেকে রাসূলুল্লাহ্ এর খরচের ব্যাপারে জিজ্ঞাসা করলাম।
তখন তিনি বললেন: রাসূলুল্লাহ্ এর নিকট যা কিছু (মাল) আসতো, তা খরচ করার দায়িত্ব আমার ছিলো। নবুয়ত প্রকাশকাল থেকে ওফাত শরীফ পর্যন্ত এই কাজ আমার হাতে সোপর্দ ছিল। যখন কোন বস্ত্রহীন মুসলমান হুযুর এর নিকট আসতো, তখন তিনি আমাকে আদেশ দিতেন এবং আমি কারো কাছ থেকে কর্জ নিতাম এবং চাদর কিনে তাকে পরিধান করিয়ে দিতাম আর খাবারও খাওয়াতাম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
একদিন এক মুশরিক আমার নিকট আসলো এবং বলতে লাগল: হে বিলাল! তুমি আমি ছাড়া অন্য কারো কাছ থেকে কর্জ নিবেনা। আমার নিকট অধিক মাল আছে, আমি এমন করলাম। একদিন আমি অযু করে আযান দেবার জন্য দাঁড়ালাম, তখন কি দেখলাম! ঐ মুশরিক কয়েকজন ব্যবসায়ী সঙ্গে নিয়ে আমার নিকট আসলো এবং আমাকে অনেক মন্দ কথা বলল।
আর বলতে লাগল: তোমার কিছু জানা আছে, ওয়াদার আর কত দিন অবশিষ্ট রয়েছে, যদি ঐ সময়ের মধ্যে তুমি কর্জ আদায় না করো তাহলে তোমাকে গোলাম বানিয়ে ছাগল চরানোর দায়িত্বে নিয়োজিত করব, যে ভাবে তুমি প্রথমে চরাতে ।
এটা শুনে আমার চিন্তিত হলাম। এমনকি আমি ইশার নামায আদায় করলাম, তখন রাসূলুল্লাহ্ ও নিজের পবিত্র হুজরায় তাশরীফ নিলেন। অনুমতি নিয়ে খেদমতে উপস্থিত হলাম এবং আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ্ আমার পিতা-মাতা আপনার উপর কুরবান হোক। ঐ মুশরিক যার থেকে আমি কর্জ নিই, সে আমাকে এইরূপ বলেছে। আপনার কাছেও।
নিচে হুযুর সাঃ এর দানশীলতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 2.2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |