৫০০ ফতোয়া
৫০০ ফতোয়া pdf বই ডাউনলোড। ঈমান-আকীদা প্রশ্ন ১ কি কি বিষয়ে ঈমান আনা আবশ্যক? উত্তর: যেসব বিষয়ে ঈমান আনতে হয় তার সংক্ষিপ্ত বিবরণ নিম্নে তুলে ধরা হল। আল্লাহর উপর ঈমান বস্তুত তিনটি বিষয়ে বিশ্বাস স্থাপনের মাধ্যমে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়নের পূর্ণাঙ্গতা প্রকাশ পায়।
আল্লাহ তাআলার সত্তা ও তারঁ অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ তালার সিফাত তথা গুনবাচক বিষয়াবলিতে বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণাবলি তারঁ গুণবাচক নামসমূহে ব্যক্ত হয়েছে। তাওহিদ তথা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস স্থাপন করা।
আরও দেখুনঃ ৬৩ মাদানী ইনআমত pdf বই ডাউনলোড
মালা-ইকা (ফেরেশতা) সম্বন্ধে ঈমান ফেরেশতা সম্বন্ধে বিশ্বাস করতে হবে, তারাঁ আল্লাহ তাআলার নূরের এক বিশেষ সৃষ্টি। তারাঁ পুরুষ ও নয় নারী ও নয়। তারা কাম, ক্রোধ, লোভ প্রভৃতি রিপু হতে মুক্ত। তারাঁ কাম, ক্রোধ, লোভ প্রভৃতি রিপু হতে মুক্ত। তারাঁ সম্পূর্ণ নিষ্পাপ। আল্লাহ তালার নির্দেশের সামান্যতম ব্যত্যয় ও তারাঁ করে না।
তারাঁ নানা রূপ ধারণ করতে সক্ষম। আল্লাহ তালা তাদেরঁকে বিপুল শক্তির অধিকারী করে সৃষ্টি করেছেন। এবং তাদেরঁকে বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন।আল্লাহ তাআলার মানব ও জিন জাতির পথ প্রদর্শনের জন্য যুগে যুগে আসমানী গ্রন্থ অবতীর্ণ করেন।
আরও দেখুনঃ অপপ্রচারের মুকাবিলায় মুহাম্মাদুর রাসুলুল্লাহ pdf বই ডাউনলোড
সেই গ্রন্থের ধারক বাহক বানিয়ে আল্লাহ তাআলা নির্দিষ্ট সংখ্যক মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরঁকে জিন ও মানব জাতির কাছে প্রেরণ করেছেন। মানব জাতির এ বিশেষ শ্রেনীতে নবী বা পয়গম্বর বলা হয়। নবীদের মধ্য হতে যারাাঁ বিশেষভাবে নতুন আসমানী গ্রন্থের অধিকারী হন তাদেরঁকে রাসুল বলা হয়।
আর যারাঁ নতুন কিতাব প্রাপ্ত হন নি: বরং পূর্ববর্তী নবীদের প্রাপ্ত কিতাব প্রচারের দায়িত্ব পালন করেন তাদেরঁকে শুধু নবী অভিধায় অভিহিত করা হয়। নবী রাসূলদের প্রতি ঈমান আনয়নের ক্ষেত্রে প্রধানত যেসব বিষয়াবলিতে বিশ্বাস রাখা আবশ্যক তা হল, নবীগণ নিষ্পাপ। তাদেরঁ দ্বারা কোনো ধরণের পাপ সংঘটিত হয় না।
আরও দেখুনঃ তাবলীগ জামাআত pdf বই ডাউনলোড
নিচে ৫০০ ফতোয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 3.23 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ