৬৩ মাদানী ইনআমত
৬৩ মাদানী ইনআমত pdf বই ডাউনলোড। যেমন: তাজাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবীন বিশিষ্ট মাদানী ইনআম। এ মাদানী ইনআম এ চারছি অংশ রয়েছে । এই এ রকম মাদানী ইন আমগুলো অর্থাৎ অধিক্যতা সম্পূর্ণকেই বুঝায়।
এর ভিত্তিতে অধিকাংশের উপর আমল হলে তানযীমী নিয়মানুযায়ী আমল হয়েছে বলে ধরে নেয়া হবে। কিছু মাদানী ইনআমাত এমন রয়েছে, যার উপর কোন একদিন আমল না হওয়ার ক্ষেত্রে তানযিমী ভাবে পরবর্তী দিন আমল করা যাবে। যেমন: চার পৃষ্ঠা ফয়যানে সুন্নাত, ৩১৩ বার দরূদে পাক পাঠ।
আরও দেখুনঃ অপপ্রচারের মুকাবিলায় মুহাম্মাদুর রাসুলুল্লাহ pdf বই ডাউনলোড
কানযুল ঈমান শরীফে থেকে কমপক্ষে ৩ আয়াত তিলাওয়াত (অনুবাদ ও তাফসীরসহ) করা থেকে বিরত রইলেন। এ অবস্থায় যতদিন শূন্যতা রয়েছে, পরবর্তী দিন সমূহে বিগত দিনের রয়ে যাওয়া আমলগুলো হিসাব করে ততবার আমল করে দিলে তানযিমী ভাবে আমল হয়েছে বলে ধরে নেয়া যাবে।
এই আমল গুলো করলে অবশ্যই আমরা আমাদের জীবনকে সুন্দর করে গঠিত করতে পারব।
কিছু মাদানী ইনআমাত এমন রয়েছে যে, যার উপর আমল করার অভ্যাস গড়তে সময়ের প্রয়োজন। যেমন: আট্টহাসি, তুই-তুমি বলা হতে বাচাঁ এবং এবং দৃষ্টি নত রেখে চলার অভ্যাস গড়ার মাদানী ইনআমাত এইসব মাদানী ইনআমাত এর উপর পরিবর্তনের চেষ্টায় থাকাকে আমল ধরে নেয়া যাবে।
আরও দেখুনঃ তাবলীগ জামাআত pdf বই ডাউনলোড
প্রচেষ্টা চালু রয়েছে এটার জন্য জরুরী যে, কমপক্ষে দিনে ৩বার আমল করা। আপনি কি আজকে জায়িয কাজোর পূর্বে কিছু না কিছু ভাল ভাল নিয়্যত করেছেন? এছাড়া কমপক্ষে দুজনকে দুই ব্যাপারে তারগীব উৎসাহ দিয়েছেন কি? । আপনি কি আজকে পাচঁ ওয়াক্ত নামায আদায় করেছেণ?(নিজ ঘরে নামাযের জন্য কোন জায়গা নির্দিষ্ট করে নেওয়া মুস্তাহাব। এটাকে মসজিদে বায়ত বলে)।
আপনি কি আজ পাচঁ ওয়াক্ত নামাযের পর ও শোয়ার পূর্বে কমপক্ষে একবার করে আয়াতুল কুরসী, সুলা ইখলাস এবং তাসবীহে ফাতিমা পাঠ করেছেন? এবং রাতে সূরা মুলক পড়ে বা শুনে নিয়েছেন কি? আপনি কি আজকে কথা-বার্তা, চলা -ফেরা, উঠানো -নামাজের কাজ খাবার রান্না করা, ফোনে কথা-বার্তা ইত্যাদি কাজ-কর্ম স্থগিত রেখে আযানের জবাব দিয়েছেন? যদি পূর্বে থেকে পানাহার রত থাকেন। আর আযান শুরু হয়ে যায়, তবে পানাহার চালু রাখতে পারবেন।
আরও দেখুনঃ তাবলীগ জামাতের ধর্মতাত্ত্বিক ক্রিটিক pdf বই ডাউনলোড
নিচে ৬৩ মাদানী ইনআমত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.77 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আবু বিলাল মুহাম্মাদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ