2020 সালের ২য় শ্রেণীর সকল বই পিডিএফ ডাউনলোড। 2020 সালের ২য় শ্রেণীর সকল বই পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য আজকে আর একটি পোস্ট লিখতে বসলাম। মূলত আজকে আমার নিজেরই পরীক্ষা ছিল, পরীক্ষা তেমন ভালো হয় নি। সকাল বেলা বইয়ের ৫টি অধ্যায় থেকে যা পড়ে গেছি তাই কমন আসছে, বাকী গুলো আনকমন প্রশ্ন ছিল। 😛
যাইহোক, বর্তমান যুগে আমি সহ বিশ্বের অনেক দেশ এমনকি বাংলাদেশেও স্কুল গুলিতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে NCTB এর টেক্সটবুক কে পিডিএফ আকারে রূপান্তর করে পড়ানো হচ্ছে। এতে শিশুরা একদিকে যেমন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে তেমনি এর সম্পর্কে পরিপূর্ণ ধারণা ও পাচ্ছে। যা পরবর্তীতে শিশু বড় হওয়ার সাথে সাথে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে।
আরও দেখুনঃ 2020 সালের প্রথম শ্রেণীর সকল বই
বর্তমানে বাংলাদেশের যতগুলি সরকারী প্রাইমারী বিদ্যালয় রয়েছে। তার সব গুলো বিদ্যালয়ে সরকার এখন বিনামুল্যে বই বিতরণ করছে। তবে পড়ার মান নিয়ে সবসময়ই প্রশ্ন থেকে যাচ্ছে। তারা কি শিখছে বা শ্রেণী শিক্ষকেরা কি শিখাচ্ছে তাদের।
একজন সচেতন অভিভাবক হিসেবে তাই আমার প্রথম দায়িত্ব হলো আমার সন্তানকে সুশিক্ষা দান করা এবং ভালো ভাবে শিক্ষা দান করার ব্যবস্থা করানো। যাতে আমার শিশু অন্য আট-দশটি শিশুর মত গতানুগতিক শিক্ষার ভিতর আবদ্ধ না থাকে।
তাই শিশুদেরকে আমাদের কাজ-কর্মের ফাঁকে বা ফাঁকা না থাকলেও সময় বের করে তাদের সাথে বেশী করে সময় দেওয়া উচিত। এতে তারা নিজেদের গঠন করতে পারবে। আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক মজবুত হবে। সে সকল কথা আপনার সাথে শেয়ার করবে।
আরও দেখুনঃ জ্বিহা যখন জাহান্নামে নিয়ে যাবে pdf বই ডাউনলোড
তখন আপনি তার অবস্থা অনুযায়ী তাকে শিখাতে পারবেন। এবং সেও খুব সহজে সেগুলো আয়ত্তে নিতে পারবে।
নিম্নে 2020 সালের ২য় শ্রেণীর সকল বই এর ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের নামঃ আমার বাংলা বই শ্রেণীঃ দ্বিতীয় শ্রেণী ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বইয়ের নামঃ English For Today শ্রেণীঃ Class 2 ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বইয়ের নামঃ প্রাথমিক গণিত শ্রেণীঃ দ্বিতীয় শ্রেণী ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ