তাওহীদের সুনির্দিষ্ট বিষয়
তাওহীদের সুনির্দিষ্ট বিষয় pdf বই ডাউনলোড। তারা ওইসকল লোক যারা রসুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তারঁ সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত ছিলেন হুবহু তার ওপর প্রতিষ্ঠিত। আর তারাঁ রসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণকারী। আর তারাঁ হলেন-সাহাবা, তাবেয়ী, সুপথপ্রাপ্ত ইমামগণ ও তাদেরঁ অনুসারী; এবং যারা যে কোন স্থান ও সময়ে উস্থাপিত বা আগত বিদআত থেকে দূরে ও সুন্নাহর অনুসরণের ওপর প্রতিষ্ঠিত আর তারাঁ কিয়ামত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত অবস্থায় অবশিষ্ট থাকবে।
রসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর সুন্নাহ ও তারঁ জামাআহও দিকে প্রকাশ্য-অপ্রকাশ্য, কথায়-কাঝে ও বিশ্বাসে সম্পৃক্ত থাকার কারণে তাদের এই নামে নামকরণ করা হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাওহীদের সুনির্দিষ্ট বিষয় pdf বই ডাউনলোড
- ইস্তিসহাদি pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- ইস্তিসহাদি pdf বই ডাউনলোড
ইমাম আজরী রহঃ বলেন, অন্তরে সত্যায় , মুখে স্বীকৃতি ও অঙ্গ প্রতঙ্গের দ্বারা কাজে বাস্তবায়নকে ঈমান বলে। এ তিনটি গুণের সমন্বয় ব্যতীত কেউ মুমিন হতে পারবে না। ইমাম ইবনে তাইমিয়াহ রহঃ-বলেন, আমাদের সালাফদের মধ্যে যারা আমাদের পূর্বে অতিবাহিত হয়েছেন, তারাঁ ঈমান এবং আমলের মধ্যে কোন পার্থক্য করতেন না। আমল ঈমানের অংশ এবং ঈমান আমলের অংশ।
সুতরাং যে মুখে ঈমান আনবে, অন্তর দ্বারা উপলব্ধি করবে এবং আমলের মাধ্যমে সত্যায়ন করবে তাই-ই হবে তারঁ জন্য মজবুত হাতল, যা কখনো ছিড়বার মত নয়। আর যে মুখে বলল কিন্তু অন্তর দ্বারা উপলব্ধি করল না এবং কাজের মাধ্যমে সত্যায় করল না, সে কিয়ামতের দ্বীন ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত হবে।
জেনে রাখো আল্লাহ তোমার ওপর অনুগ্রহ করুন, নিশ্চয়ই বান্দার ওপর প্রথম ফরয বা আবশ্যক যা সে জানবে এবং যার ওপর আমল করবে; আর তা হলো ত্বগুতকে অস্বীকার করা এবং এক আল্লাহর ওপর ঈমান আনয়ন করা।
আল্লাহ তাআলা বলেন,অতঃপর যে ত্বগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ ওপর ঈমান আনবে, সে এমন মজবুত হাতল বা রজ্জু ধারণ করবে যা কখনো ছিড়বার নয়। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
নিচে তাওহীদের সুনির্দিষ্ট বিষয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বইয়ের সাইজঃ 1.77 MB প্রকাশ সালঃ ২০১৫ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ