দ্যা গ্রেটেস্ট ন্যাশন-৫ম খন্ড
দ্যা গ্রেটেস্ট ন্যাশন-৫ম খন্ড pdf বই ডাউনলোড। শরীয়তের নিষিদ্ধ কাজ ত্যাগ করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, মুহাজির সে-ই যে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন, তা ত্যাগ করেছে। নারীকে বিবাহ করার নিয়্যতে-এতে একটি বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইসলাম -পূর্ব যুগে আরবেরা অনারব ও দাসদেরকে হেয় মনে করতো আর তাদের প্রতি কন্যাদানে বিরত থাকতো।
ইসলাম সকলকে সমান করিয়ে দেওয়ার আরবেটা এটা ত্যাগ করে আর দাস ও অনারবদের প্রতি কন্যাদান আরম্ভ করেন। এটি দেখে কোন কোন অনারব ও দাস আরব মহিলা বিয়ে করার উদ্দেশ্যে মদিনায় হিজরত করে।
আরও দেখুনঃ দ্যা গ্রেটেস্ট ন্যাশন-৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
হাদিসে এর প্রতিই ইঙ্গিত করা হয়েছে। এটিও কথিত আছে যে, উম্মে কায়েস নামের এক সুন্দরী মহিলাকে বিয়ে করার জন্য এক ব্যক্তি মদিনায় । হিজরতও করেছিলো। কিন্তু এর সুত্র বিশ্বস্ত নয়।হাদিসের উদ্দেশ্যঃ মুসলমানদের নিয়্যাতের গুরুত্ব বুঝিয়ে দেওয়াই হাদিসটির উদ্দেশ্য। শরীয়তে নিয়্যতের গুরুত্ব অত্যধিক।
নেক নিয়্যতে কাজ করে বিফল হলেও তার জন্য পুরষ্কার রয়েছে। আর বদ নিয়্যাতে চেষ্টা করে ব্যর্থ হলেও সেটার জন্য শাস্তি রয়েছে । নিরপধাীকে হত্যার চেষ্টা করে অকৃতকার্য হলে ও তার জন্য শাস্তি অবধারিত । শুধু নেক নিয়্যত বা নেক সংকল্পের ও একটি পুরস্কার রয়েছে।
আরও দেখুনঃ পর্দাহীনতা যেভাবে শুরু pdf বই ডাউনলোড
তাবুকের যুদ্ধ অংশগ্রহণে অক্ষম কিছু সাহাবীর প্রতি ইঙ্গিত করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধে অংশগ্রহন কারী সাহাবীদের বলেছিলেন -তারা মদিনায় থেকেও সওয়াবে তোমাদের অংশীদার। আল্লাহর কাছে কোন কাজের পুরস্কার পেতে হলে তা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে।
অন্য কারো উদ্দেশ্য বা অন্য কোন উদ্দেশ্যে করা কোন কাজের পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে না। এক হাদিসে এটিও রয়েছে যে, এরূপ কাজের পুরস্কার আল্লাহ কাছে চাওয়া হলে তিনি বলবেন- যার উদ্দেশ্যে তুমি এই কাজ করেছিলো তারই কাছে এর পুরস্কার তালাশ করো।
আরও দেখুনঃ পরী কথা বলে pdf বই ডাউনলোড
নিচে দ্যা গ্রেটেস্ট ন্যাশন-৫ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 81.7 MB প্রকাশ সালঃ ২০১৬ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ