অবৈধ সম্পর্কের কারণে বেদনা
অবৈধ সম্পর্কের কারণে বেদনা pdf বই ডাউনলোড। আমি বর্তমানে মানসিক দিক থেকে খুবই সস্কটাপন্ন সময় কাটাচ্ছি। মৃত্যু ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না। আমি আমার ভবিষ্যৎ সংক্রান্ত কোনো বিষয়েই ভাবতে পারছি না। মৃত্যু ব্যতীত অন্য কিছু নিয়ে আমি ভাবতে পাচ্ছি না। তা সত্ত্বেও আমি এই মুহূর্তে মরতে চাই না। আল্লাহর কাছে আমার আশা, আমি যে পাপ করেছি তিনি তা ক্ষমা করে দেবেন।
আমার সমস্যাটা হল, বিগত কয়েক মাসে একটি নারীর সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছি। মূলতঃ তার সাথে সম্পর্ক করা আমার কোনো ইচ্ছাই ছিল না। তবে যে কারণে আমি তার কাছাকাছি এসেছি তা হল।
আরও দেখুনঃ অবৈধ অরণ্য pdf বই ডাউনলোড
আমি তাকে বুঝাতে চেয়েছি যাতে সে আত্মহত্যার ইচ্ছা থেকে সরে আসে। সে আত্মহত্যা করবে বলে মনস্থির করেছিল। সে উচ্চমাত্রায় ট্যাবলেট গ্রহণ করত। আমি তাকে আত্মহত্যার পাপ থেকে বাচাঁনো জন্য নানা উপদেশে ও চেষ্টা করতাম। আমার ইচ্ছা ছিল তাকে জাহান্নামে নিপতিত হওয়া থেকে বাচাঁনো ।
অবৈধ সম্পর্ক করলে যা পরিনতি হতে পারে। কিংবা হয়েছে
তবে যা ঘটল তা হলো, ক্রমান্বয়ে আমাদের মাঝে সম্পর্ক ঘনিষ্ঠ হলো। তবে আমরা কখনো অসামাজিক কাছে লিপ্ত হইনি। এধরনের কাঝে লিপ্ত হওয়ার কোনো ইচ্ছাও আমার ছিল না। এই মেয়েটি বিবাহিতা সমস্যা হলো, সে দাবি করছে, আমি একবার তার সাথে শারীরিকভাবে মিলেছে । আমি তার কথা বিশ্বাস করি না।
আরও দেখুনঃ অবিশ্বাসের অযৌক্তিকতা pdf বই ডাউনলোড
কেননা আমি কখনো আমার কাপড় খুলি নি। তবে সে ছিল অর্ধনগ্ন। আমার ভয় হচ্ছে, আমি হয়তো কোনো পাপ করে ফেলেছি। যদিও আমি তার সাথে শারীরিকভাবে মিলিত হইনি । তবে যদি সত্যি তার দাবি অনুযায়ী এরূপ কর্ম করে থাকি, তবে তো আমার রক্ষা নেই। আমি তাকে বিশ্বাস করি না;কারন আমি বুঝতে পেরেছি।
সে আমার ভালো চায় না। আর তার আত্মহত্যার অভিনয়টি ছিল আমার নিকটবর্তী হওয়ার জন্য নিছক একটি ছলনা। বর্তমানে আমি খুবই চিন্তিত, উৎকন্ঠিত। আমি ঘুমাতে পারি না। কোনো কছিু করতেও পারি না। যা হয়েছে তার জন্য আমি লজ্জিত। আল্লাহ কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন।
আরও দেখুনঃ অবাঞ্ছিত উইল pdf বই ডাউনলোড
নিচে অবৈধ সম্পর্কের কারণে বেদনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ.1 18MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ শায়খ মুহাম্মাদ সালেহ আল মুন্নাজিদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ