ইলুমিনাতি শর্ট
ইলুমিনাতি শর্ট pdf বই ডাউনলোড। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির অভাবনীয় উন্নতির যুগে নিজেকে একজন যোগ্য ও অগ্রসর ব্যক্তি হিসেবে গড়ে তোলা অপরিহার্য।
বিজ্ঞান যেমন আলোর গতিতে এগোচ্ছে, তেমনি প্রতিনিয়ত আমাদের দার্ড় করিয়ে দিচ্ছে বিশাল একেক প্রশ্নবোধক চিহেৃর সামনে। প্রযুক্তির উৎকর্ষের ফলে যে আমাদের দৈনন্দিন জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন। শুধু ইতিবাচক নয়, নেতিবাচকও।
আরও দেখুনঃ ইয়ারমুক যুদ্ধ pdf বই ডাউনলোড
অথচ আমরা অভুক্তের মতো সামনে যা আসে বাছ-বিছার ছাড়াই তা গোগাসে গিলতে থাকি। যুগান্তরে বসে আসা এই মানসিকাত আজ গলার কাটাঁ হয়ে দাড়িয়েছে। জীবন আর আঞ্চলিক পরিধির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন বৈশ্বিক পরিমন্ডলে রূপ ধারণ করেছে।
আমরা খালি চোখে দেখছি আমেরিকা ইংল্যান্ড-রাশিয়া ফ্রান্স-জার্মান-চিনের নেতৃত্বে জাতিসংঘের মতো প্রমোদতরীতে চড়ে বিশ্ব শান্তি- ভ্রাতৃত্ব-মানবাধিকার প্রতিষ্ঠার চুড়ান্ত শিখরে আরোহণ করতে যাচ্ছে। সৌম্য-শান্ত চেহারা নিয়ে বয়ে চলা এই স্রোতের আরও একটা রূপ আছে কালো রূপ। যা অতলস্রোতার মতো খুব নীরবে বয়ে চলে। কুৎসিত, বীভৎস আর ভয়ংকর তার চেহারা।
আরও দেখুনঃ বাবা আমার বিয়ের ব্যবস্থা করুন pdf বই ডাউনলোড
প্যাসিফিকের ওশানের সেই রেখায় সাদা আর কালো পানির স্রোত যেমন কখনো মিশে যায় না, অথচ একইসাথে বয়ে চলে। কত কাছাকাছি, পাশাপাশি। তেমনি সমাজে বয়ে চলা এই কুৎসিত স্রোতের অস্তিত্বও আমরা খালি চোখে অনুভব করতে পারি না। পাঠক, এতক্ষণে হয়তো ঘোরলাগা এ কৌতূহলের ভেতরে আছেন আপনি, হয়তো সমাজের কালো অংশে বয়ে চলা সেই স্রোতের ব্যাপারে জানার প্রবল আগ্রহ জন্মেছে আপনার।
ভাবছেন, কী সেই রহস্যগাঁথা সেই কৃষ্ঞগহ্বর ! হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। সমাজের সেই কুৎসিত, বীভৎস, ভয়ংকর স্রোতের হলো ইলুমিনাতি। হাজার বছর ধরে অন্তরালে কলকাঠি নাড়া যে ফ্রিম্যাসনারি গোষ্ঠী,তারই আপডেটেড ভার্সন এই ইলুমিনাতি। স্রোত নিয়ন্ত্রণের যে পরিকল্পনা ইলূমিনাতির ছিল তা অনেকাংশেই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
আরও দেখুনঃ ভারতে নির্মম গণহত্যা pdf বই ডাউনলোড
নিচে ইলুমিনাতি শর্ট pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাজকিয়া পাবলিকেশন বইয়ের ধরণঃ সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 8.05 MB প্রকাশ সালঃ 2019 ইং বইয়ের লেখকঃ আবদুল কাইয়ুম আহমেদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ