আত তারগীব ওয়াত তারহীব
আত তারগীব ওয়াত তারহীব pdf বই ডাউনলোড। বিশ্ব-বিখ্যাত হাদীসগ্রন্থ আত-তারগীব ওয়াত তারহীবের তৃতীয় খন্ডের বাংলা অনুবাদ পাঠকদের খেদমতে উপস্থাপন করতে পেরে মহান আল্লাহ রব্বুল আলামীনের লাখো- কোটি শুকরিয়া আদায় করছি।
গ্রন্থখানি অনুবাদ করেছেন, অতি সম্প্রতি ২২ খন্ড সমাপ্ত বিশ্ব-বিশ্রুত তাফসীর শহীদ সাইয়েদ কুতুব প্রণীত ফী -যিলালিল কুরআন সহ অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থের অনুবাদক এবং হাদীসের কিসসা ও ইমাম হুসাইনের শাহাদাত প্রভৃতি গ্রন্থের লেখক হাফেয মাওলানা আকরাম ফারুক।
আরও দেখুনঃ ফিকহুস সিয়াম pdf বই ডাউনলোড
এ কথা বলার অপেক্ষা রাখে না যে, পৃথিবীতে নির্ভুল জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে ওহি। কারণ ওহি বিশ্বস্রষ্টা ও বিশ্বপ্রভু মহান আল্লাহর নির্ভূল ও অকাট্য বাণীর সমষ্টি এবং তারঁই প্রত্যক্ষ তদারকীতে বিশ্বস্ত ও নিষ্পাপ ফেরেশতারা তা বহন করে নিষ্পাপ নবীর সাঃ কাছে পৌঁছে দেয়। মানুষের মস্তিস্কপ্রসূত বা মানবরচিত কোন বাণী তার সমকক্ষ হতে পারে না।
এই ওহি দুপ্রকারের:কুরআন ও হাদীস। রসূল সাঃ বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যা আকঁড়ে ধরলে তোমরা কখনো বিপথগামী হবেনা। সে দুটো। জিনিস হচ্ছে, আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাহ। বিশেষত: তিনি বিদায় হজ্বের ভাষনে বলেছেন; তোমরা যারা এখানে উপস্থিত আছো।
আরও দেখুনঃ প্রশ্নোত্তরে রমজান ও ঈদ pdf বই ডাউনলোড
তারা অনুপস্থিত ও পরবর্তী প্রজন্মের কাছে আমার বাণী পৌঁছে দিও। এই বিশ্বাসই তিন খন্ডে সমাপ্ত এই হাদীসগ্রন্থখানি প্রকাশে আমাদের প্রেরণা যুগিয়েছে। হাসনা প্রকাশনী এই গ্রন্থখানিকে ক্রটিমুক্ত ও আকর্ষণীয় করে প্রকাশ করতে যথাসাধ্য চেষ্টা করেছে। কতটুকু সফল হয়েছে, তা সম্মানীয় পাঠকগণেরই বিচার্য।
কোন ক্রটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে এবং তা আমাদেরকে জানালে ইনশাআল্লাহ পরবর্তী প্রকাশনায় তা সংশোধন করা হবে। বাংলাদেশ ও বাইরের সকল বাংলাভাষী মানুষের ইসলামী জ্ঞানপিপাসা মেটাতে আমাদের এ প্রকাশনা যদি কিছুমাত্র সফল হয়, তাহলেও আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করবো।
আরও দেখুনঃ সাওম বিশ্বকোষ pdf বই ডাউনলোড
নিচে আত তারগীব ওয়াত তারহীব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাসনা প্রকাশনী বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 10.8 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ হাফেজ ইমাম আবু মুহাম্মাদ অনুবাদঃ হাফেজ মাওলানা আকরাম ফারুকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ