ঈমানদীপ্ত দাস্তান ৮ম খন্ড
ঈমানদীপ্ত দাস্তান ৮ম খন্ড pdf বই ডাউনলোড। ক্রুসেডাররা মসুলের সন্নিকটে পাহাড়ের অভ্যন্তরে যে বিপুল অস্ত্র ও তরল দাহ্য পদার্থ মজুদ করেছিলো, তদ্বারা সমগ্র ইসলামী সাম্রাজ্যকে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব ছিলো। কিন্তু সুলতান সালাউদ্দিন আইউবীর গোয়েন্দারা মুহূর্ত মধ্যে সব ধ্বংস করে দিলো। ক্রুসেডারদের জন্য সে ছিলো এক প্রচন্ড আঘাত। তাদের সব আয়োজন, সব নাটক তছনছ হয়ে গেলো।
সংগ্রহটা ছিলেঅ পাহাড়ের বিস্তীর্ণ গুহার অভ্যন্তরে। আগুন লাগার পর বিস্ফোরণে দূর-দূরান্ত পর্যন্ত মাটি কেঁপে ওঠে, যেনো ভুমিকম্প হয়েছে। কিন্তু কেউ জানে না, ঘটনাটা কীভাবে ঘটলো। এ ঘটনায় ক্রুসেডারদের বড় মিত্র ইযযুদ্দীনের কোমর ভেঙ্গে গেছে।
ক্রুসেডাররা নিশ্চিত, এটা দুর্ঘটনা নয় – বরং সালাউদ্দিন আইউবীর গুপ্তচরদের কাজ। ক্রুসেডাররা মসুলের শাসনকর্তা ইযযুদ্দীনের মিত্র বানিয়ে মসুলের পার্বত্য অঞ্চলে অস্ত্র, গোলা-বারুদ ও রসদপাতি সংগ্রহ করে সুলতান আইউবীর উপর চূড়ান্ত আঘাত হানতে চেয়েছিল। কিন্তু ঈমানদীপ্ত দাস্তান রাদী নামক একটি মাত্র মেয়ে সঙ্গী হাসান আল-ইদরীসের পরিকল্পনা ও সহযোগীতায় সব ধ্বংস করে দিয়েছে।
ক্রুসেডদের চক্রান্ত!!
জনগণকে এলাকা থেকে দূরে সরিয়ে রাখার জন্য ক্রুসেডাররা এক দরবেশের নাটক মঞ্চস্থ করে প্রচার করছে। এই দরবেশ উক্ত পাহাড়ে ধ্যানে বসবেন এবং খোদা তাকে মসুলের বিজয়ের ইঙ্গিত প্রদান করবেন। তারপর মসুল তথা ইযযুদ্দীনের সাম্রাজ্য দূর-দূরান্ত পর্যন্ত বিস্তীর্ণ হয়ে যাবে। কিন্তু পরিণামে দরবেশও অস্ত্র গুদামের সংগে ধ্বংস হয়ে গেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ঈমানদীপ্ত দাস্তান ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৮ম খন্ড pdf বই ডাউনলোড
- ঈমানদীপ্ত দাস্তান ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- ঈমানদীপ্ত দাস্তান ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- ঈমানদীপ্ত দাস্তান ৫ম খন্ড pdf বই ডাউনলোড
রণটা ঘটেছিলো তারা জানে না। বিষয়টা তাদের বলবার মতও কেউ নেই। দাহ্য পদার্থগুলো কয়েকদিন পর্যন্ত জ্বলতে থাকে। সেই সঙ্গে সুপরিসর গুহায় যেসব রসদ রাখা হয়েছিলো, সেগুলোও পুড়ে যায়। ভয়ে কেউ ওদিকে পা বাড়াচ্ছে না। সকলের ধারণা, এটা হয় দরবেশের কেরামত, নয়তো আল্লাহর গজব। এমনি ভীতিকর এক পরিস্থিতিতে তাদের কানে একটি শব্দ ভেসে আসে- ‘তিনি জাহান্নামে চলে গেছেন। জাহান্নামের আগুনে পুড়ে চাই হয়ে গেছেন। ‘
ইনি সবুজ আবা পরিহিত আরেক দরবেশ। মাথায় লম্বা সাদা চুল। মুখে আবক্ষ-লম্বিত সাদা দাড়ি। মুখে বার্ধ্যকের বলিরেখা। এক হাতে কাঁধ পর্যন্ত লম্বা একটা লাঠি, অপর হাতে পাক কুরআন। প্রথম দরবেশের ন্যায় ইনিও হটাৎ আত্মপ্রকাশ করেন এবং বাজারে ঢুকে পড়েন। উৎসুক জনতা ভক্তি গদ গদ চিত্তে তার চারপার্শ্বে এসে ভিড় জমায়।
নিচে ঈমানদীপ্ত দাস্তান ৮ম খন্ড বইয়ের সূচীপত্রের স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পরশমণি পাবলিকেশন্স বইয়ের ধরণঃ সুলতান সালাউদ্দিন শাসনামল বইয়ের সাইজঃ ১০.৫ MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ আলতামাস অনুবাদঃ মুহাম্মদ মুহিউদ্দিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ