আশুরা করণীয় বর্জনীয়
আশুরা করণীয় বর্জনীয় pdf বই ডাউনলোড। আশুরার বৈশিষ্ট ও তার সওমের ফজীলত দ্বীনে ইসলামে কিছু পর্ব বা দিবস আছে । যেগুলো আল্লাহ রাব্বুল আলামীন নির্ধারণ করেছেন ইবাদাত – বন্দেগী বা নেক আমল করার জন্য । এমনি একটা দিবসের নাম আশুরা । হিজরি সনের প্রথম মাস মুহাররমের দশ তারিখ ।
মুসলিম উম্মাহর দ্বারে কড়া নাড়ে প্রতি বছর । এ মাস আমাদের স্বরণ করিয়ে দেয় আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর হিজরত ও তার দাওয়াতী জিন্দেগী শুরু ও ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কথা ।
আরও দেখুনঃ পাচঁশত হাদীস ঈমানের সাতাত্তর অংশ pdf বই ডাউনলোড
এ মাসে রয়েছে এমন একটি দিন , দীর্ঘ সংগ্রাম শেষ যে দিনে নবী মুসা ( অ) এর বিজয় হয়েছিল । পতন হয়েছিল তখনকার সবচেয়ে শক্তিশালি জালেম সম্রাট ফেরআউন ও তার সম্রাজ্যের । সে দিনটিই হলো আশুরা : মুহাররম মাসের দশ তারিখ । এ দিনটি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে খুবই প্রিয় । তাই তিনি এ দিনে সওম পালনের সওয়াব প্রদান করে থাকেন বহুগুণে ।
যেমন হাদিসে এসেছে “আবূ হুরাইরহি রা. থেকে বর্ণিত তিনি বলেন ঃ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রমজানের পর সর্বোত্তম সওম হল আল্লাহর প্রিয় মুহাররম মাসের সওম । এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল রাতের সালাত ” (বর্ণনায়ঃ মুসলিম) আশুরার বৈশিষ্টের মধ্যে রয়েছে।
আরও দেখুনঃ জয়িফ হাদিস মানা যাবে pdf বই ডাউনলোড
এদিনে আল্লাহ তার নবী মুসা আঃ ও তার অনুসারী ঈমানদারদের ফেরআউনের জুলুম থেকে নাজাত দিয়েছিলেন এবং ফেরআউনকে তার বাহিনীসহ সমুদ্রে ডুবিয়ে মেরেছেন । সাহাবী ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন মদিনায় আগমন করলেন তিনি আশুরার দিনে।
ইহুদীদের সওম পালন করতে দেখলেন । যেমন হাদিসে এসেছে “ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসুলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) মদীনায় এস দেখলেন যে , ইহুদীরা আশুরার দনে সওম পালন করছে । তিনি তাদের জিজ্ঞেস করলেন “ এটা কোন দিন যে তোমরা সওম পালন করছো?।
আরও দেখুনঃ মিরেকলস অব দ্য কোরআন pdf বই ডাউনলোড
নিচে আশুরা করণীয় বর্জনীয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 1.49 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ আব্দুল্লাহ শহিদ আব্দুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ