মুসলিম মানসে সংকট
মুসলিম মানসে সংকট pdf বই ডাউনলোড। মুসলিম জাতির মূল্যবোধ ও রীতিনীতি এবং এর মানবীয় ও বৈষয়িক সম্পদ সম্পর্কে ধারণা থাকা সত্ত্বেও কেউ যদি উম্মাহ সম্পর্কে গভির জ্ঞান না রাখেন , তাহলে তার পক্ষে উম্মাহর বর্তমান সাংস্কৃতিক অধোগতি , রাজনৈতিক বিচ্যুতি এবং উম্মাহর মানবিক দুর্ভোগ ও দুর্দশা সম্পর্কে সঠিকভাবে উপলব্ধি করা কঠিন হবে ।
আর এটি হলো উম্মাহর মূল সংকট এটি অবশ্যম্ভারী যে , এ ধরণের পশ্চাৎপদ এবং দিক নির্দেশনাহীন অবস্থা মুসলিম উম্মাহর চেতনার জগতে প্রধান বিষয় হিসেবে গণ্য ছিল ।
আরও দেখুনঃ মদপান ও ধূমপানের অপকারিতা pdf বই ডাউনলোড
যা মুসলিম উম্মাহর অগ্রবর্তী ও চিন্তাশিল মণীষি গণ বরাবর চর্চা করে এসেছেন । সুতরাং এটি স্বাভাবিক যে , উম্মাহকে পরিবর্তন , সংস্কার ও পুনর্জাগরণ সম্ভব করতে হবে । উম্মাহর কাঠমোগত সীমাবদ্ধতা গুলো সফলতার সাথে দূর করার জন্য যে সব শর্ত পূরণ করা প্রয়োজন হবে , আমাদেরকে সেসব মূল কারণ অবশ্যই নির্ণয় করতে হবে ।
প্রকৃত পক্ষে উম্মাহর বর্তমান দুর্বলতা ও পশ্চাৎপদতা এমন প্রকট ভাবে উদ্ভাসিত হয়েছে যে , উম্মাহর অস্তিত্ব , এর জিবন বিধান চিন্তা , প্রতিষ্ঠানসমূহ পশ্চিমা সভ্যতার দ্বারা ধ্বংসের সম্মুখিন হয়ে পড়েছে । প্রকৃত প্রস্তাবে উম্মাহর প্রতিটি বিষয় সম্পর্কে জানার জন্য একটি ব্যপক এবং গভির বিচার – বিশ্লেষণ মূলক নিরিক্ষা ও।
আরও দেখুনঃ নেককার বদকার লোকের মৃত্যু কিভাবে হবে pdf বই ডাউনলোড
অনুসন্ধিৎসা থাকা দরকার । এ ধরণের চুলচেরা বিশ্লেষণ আমাদেরকে এমন এক পথের সন্ধান দেবে , যে পথে অগ্রসর হলে উম্মাহর অধঃপতনের মৌলিক কারণগুলো আমরা আবিস্কার করতে সক্ষম হতে পারবো । কয়েক শতাব্দি যাবত উম্মাহ অধঃপতিত অবস্থায় রয়েছে ।
প্রত্যন্ত কিছু অঞ্চল ছাড়া উম্মাহর সতল এলাকা ইউরোপিয় সম্রাজ্যবাদী শক্তির প্রভাব সতত ক্রীয়াশিল। গোটা বিশ্ব উম্মাহর কূট নৈতিকভাবে সমৃদ্ধ এলাকা সমূহ , বিদেশি শিল্পের জন্য উপযুক্ত ও গুরুত্বপূর্ণ বাজার , এর কাচামাল এবং স্স্তা অদক্ষ শ্রমিক দখলের প্রতিযোগিতায় লিপ্ত।
আরও দেখুনঃ জাহান্নামের ভয়াবহ আযাব pdf বই ডাউনলোড
নিচে মুসলিম মানসে সংকট pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 5.31 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ আবদুল হামীদ আহমদ আবুসুলাইমান অনুবাদঃ মোঃ মাহবুবুল হকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ