মানুষের চিরশত্রু শয়তান pdf বই ডাউনলোড। ০১.শয়তান সম্পর্কে মানুষকে আল্লাহর সতর্কবাণী মহান আল্লাহ মানুষকে তার সৃষ্টির মধ্যে অতি উচ্চ মর্যাদা দান করেছেন , সম্মানিত করেছেন তাকে অনেক গুন বৈশিষ্ট্য দিয়ে । তিনি বলেছেন : আর আদম সন্তানদের আমি দান করেছি সম্মান ও মর্যাদার আসন ।
তাদের পরিবহনের ব্যবস্থা করে দিয়েছি স্থলভাগ এবং জলভাগে । তাদের জীবন যাপনের উপকরণ হিসেবে সরবরাহ করেছি যাবতীয় উত্তম সামগ্রী । আর আমার অনেক সৃষ্টির উপরই তাদের প্রদান করেছি শ্রেষ্ঠত্ব । (সূরা ১৭ ইসরাইল:আয়াত ৭০)।
আরও দেখুনঃ মৃত্যুর পরে অনন্ত জীবন pdf বই ডাউনলোড
মানুষ আল্লাহর ইবাদত ও খিলফতের তথা তাঁর দাসত্ব ও প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের মাধ্যমে অধিষ্ঠিত থাকতে পারে এই মর্যাদার আসনে । মানুরে এই মর্যাদা ও শ্রেষ্ঠত্বের মূল কারণ আল্লাহর দাসত্ব ও প্রতিনিধিত্ব । এই দায়িত্ব পালনের উদ্দেশ্যেই তাকে সৃষ্টি করা হয়েছে । কিন্তু , সে যদি এই দায়িত্ব পালন থেকে বিচ্যুত হয় , কিংবা যথাযতভাবে দায়িত্ব পালন না করে ।
তখন সে অনিবার্যভাবে বিচ্যুত হয়ে পড়ে তার সেই মর্যাদা শ্রেষ্ঠত্বের আসন থেকে: ’তারপর আমি তাকে নামিয়ে দেই নিচুদেরচাইতেও নিচে । (সূরা আত তীন:আয়াত ৫) মানুষের পিছনে লেগে এ দায়িত্বই পালন করে শয়তান মানুষকে তার দায়িত্ব ও কর্তব্য পালনের সহজ-সরল -সঠিক পথ থেকে বিভ্রান্ত ও বিচ্যুত করে তার প্রকৃত।
আরও দেখুনঃ মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
মর্যাদা ও শ্রেষ্ঠত্বের আসন থেকে তাকে নিচে নামিয়ে দেয়াই শয়তানের প্রানান্তকর প্রচেষ্টা । এরি জন্যে সে মরিয়া হয়ে কাজ করে । এটাই তার জিবনের একমাত্র প্রতিজ্ঞা , একমাত্র অঙ্গীকার । কিন্তু মানুষ তার এই স্বঘোষিত সুস্পষ্ট শত্রুর বিষয়ে অচেতন , অসতর্ক ও গাফিল ।
যুগে যুগে আল্লাহ তাআলা নবী রসুলগণের মাধ্যমে মানুষকে শয়তান সম্পর্কে সতর্ক করে আসছেন । শয়তানের ধোকা , প্রতারণা ও বিভ্রান্তি থেকে বাচার উপায় তাকে বলে দিয়েছেন । আখেরী নবী মুহাম্মদ সা.এর মাধ্যমে তিনি গোটা বিশ্ববাসীকে শয়তান সম্পর্কে সতর্ক করে দিয়েছেন ।
আরও দেখুনঃ মুখতাসার যাদুল মাআদ pdf বই ডাউনলোড
নিচে মানুষের চিরশত্রু শয়তান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ শতাব্দী প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.58 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ আব্দুস শহীদ নাসিম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ