পরকালের সম্বল pdf বই ডাউনলোড। হজরত মাওলানা মুহাম্মাদ সুহাইল (রহঃ) ছিলেন এদেশের একজন বিশিষ্ট আলেম এবং প্রখ্যাত একটি শিল্প পতি পরিবারের সন্তান । দারুল উলুম দেওবন্দ থেকে দীনি এলেমে সর্ব্বোচ্চ লাভ করার পর পারিবারিক ব্যবসা বাণিজ্যে জড়িত হয়ে পড়েন এবং একই সাথে এলমে দীন চর্চা ও দাওয়াতে তাবলীগের কাজে নিজেকে জড়িত রাখেন ।
এ দেশের দীনি মদিরাসার গুলোর সাথে ছিল তার আত্নিক সম্পর্ক । এসব প্রতিষ্ঠানের উদার হস্তে সাহায্য সহযোগিতার পাশাপাশি তিনি একাধিক মাদরাসাও গড়ে তুলেছিলেন । উত্তরাঞ্চলের সর্বশ্রেষ্ঠ দীনি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার জামিল।
আরও দেখুনঃ নামাযে খুশু pdf বই ডাউনলোড
মাদরাসাটি তিনি তার ছোট ভাই আলহাজ্জ মুহাম্মাদ জামিল উদ্দিনের নামে এককভাবে গড়ে তুলেছিলেন । জামিল উদ্দিন শিল্প পরিবারের প্রধান অভিভাবক হিসেবে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটি গড়ে এ পর্যন্ত এর পরিচালনার ব্যয়ভার ও প্রধানত এই ধর্মপ্রান পরিবারটিই বহন করে যাচ্ছেন । বগুড়ার ন্যায় একটি শিল্পন্নত শহরেরর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক কোটি টাকা।
মুল্যের জমি জামা এই পরিবার জামিল মাদ্রাসার জন্য দান করেছেন । এছাড়াও বাংলঅদেশ এবং ইতোপূর্বে তদানীন্তন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের এমন কোন উল্লেখযোগ্য মাদরাসা ছিল না , যাতে জামিল পরিবারের পক্ষ থেকে অনুদান পৌছাঁত না । হজরত মাওলানা মুহাম্মাদ সুহাইল(রহঃ) এসব দান অনুদানের বিষয়টি নিতান্ত যত্নের সাথে তদরক করতেন ।
আরও দেখুনঃ কেন ইসলাম থেকে দুরে সরে যাচ্ছে pdf ডাউনলোড
যদিও পরিবারের প্রধান মুরুব্বী এখন মাওলানা মুহাম্মাদ সুহাইল (রহঃ) আর দুনিয়াতে নেই , তার অন্য অোরো দুই ভাই জনাব মুহাম্মাদ নাসির উদ্দিন ও জনাব আজিজ উদ্দিন ও ইন্তেকাল করেছেন , তবে হজরত মাওলানা সাহেবের ছোট ভাই আলহাজ্জ মুহাম্মাদ বশীর উদ্দিন এবং আলহাজ্জ মুহাম্মাদ জালিম উদ্দিন।
এখন ও জিবিত আছেন এবং বিভিন্ন মুখী জনসেবা ও দীনি কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন ।দীনি খেদমত এবং ব্যপক জনকল্যাণ ব্রতী এই পরিবারটির পরবর্তী প্রজন্মের মধ্যে পারিবারিক ঐতিহ্য ধরে রাখার প্রবল আগ্রহের ফসল মাওলানা মুহাম্মাদ সুহাইল ফাউন্ডেশন ।
আরও দেখুনঃ মুক্তবাসিনী ১ম খন্ড pdf বই ডাউনলোড
নিচে পরকালের সম্বল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বিষয়ক বইয়ের সাইজঃ 2.57 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ শায়খ শরফুদ্দীন আহমদ ইয়াহইয়া মানীরী অনুবাদঃ মাওলানা মহিউদ্দীন খানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ