ফরিয়াদ pdf বই ডাউনলোড। একান্ন সালের কথা। আমি সে-সময় পত্র-পত্রিকার প্রচুর কবিতা লিখছি। কলকাতার কাগজেও পাঠাচ্ছি মাঝে মাঝে। একদিন দেখলাম আমার পাঠানো একটি সনেট কবিতা ছাপা। হয়েছে কলকাতার দৈনিক সত্যযুগ পত্রিকায়। লাইনো টাইপে, ঝকঝকে অক্ষরে ছাপা এই পত্রিকাটি ছিল খুবই আকর্ষণীয়।
সে-সময় আমাদের এখানে কোনো পত্রিকাই লাইনো টাইপে ছাপা। হতো না, অফসেটে পত্রিকা ছাপা সম্ববতঃ তখনো শুরু হয়নি। বাংলা রাইনো, লাভলো টাইপ এমনিতেই দেখতে খুব সুন্দর ছাপা ঝকঝকে আর পরিচ্ছন্ন হলে যে কোনো লেখাই আকর্ষণীয় মনে হয়।
আরও দেখুনঃ প্রবন্ধ ত্রয়ী pdf বই ডাউনলোড
কথায় বলে: প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারী। লেখার ক্ষেত্রেও একথাটা একেবারে মিথ্যা নয়। উন্নত মান ছাড়াও সুন্দর টাইপ আর চমৎকার মুদ্রণের জন্যে সে সময় সত্যযুগ ছিল অনেকের প্রিয় পত্রিকা। আমিও হাতের কাছে পেলে বেশ আগ্রহ নিয়েই সত্যযুগ পত্রিকা পড়তাম। বিশেষ করে আমার সনেট কবিতাটি ছাপা হওয়ার পর সত্যযুগ পড়ার আগ্রহ স্বভা-বতই আরও বেড়ে যায়।
এই পত্রিকার রবিবাসরীয় সাহিত্য বিভাগের আমি ছিলাম নিয়মিত পাঠন। আমাদের এখানকার অনেক লেখকই সেকালে সত্যযুগ-এর সাহিত্য বিভাগে লিখতেন। মনে পড়ে , হরহুম ডক্টর মাহফুজুল হকের বেশ কয়েকটি প্রবন্ধ সত্যযুগ- প্রকাশিত হয়েছিল।
আরও দেখুনঃ অর্থনীতি সংক্রান্ত প্রবন্ধ pdf বই ডাউনলোড
সে-সময়ে তিনি রবীন্দ্রনাথ, নজরুল ও ইকবাল সম্পর্কে প্রায়ই প্রবন্ধ লিখতেন। নজরুল সাহিত্য বিষয়ে সত্যযুগ এ প্রকাশিত তার একটি দীর্ঘ প্রবন্ধ সে সময়ে আমার খুবই ভাল লেগে- ছিল। পরে লক্ষ্য করেছি, আজহার উদ্দিন খানের বাংলা সাহিত্যে নজরুল গ্রন্থে ডক্টর মাহফুজুল হকের এই প্রবন্ধের অনেক উপাদানই গ্রহণ করা হয়েছে।
সত্যযুগ পত্রিকায় সে সময় যাঁরা প্রায়ই প্রবন্ধ লিখতেন মরহুম কবি রওশন ইজদানী ছিলেন তাদেরঁর অন্যতম। রওশন ইজদানীর কবিতা তারঁ প্রবন্ধ প্রথম পড়লাম। যতদুর মনে পড়ে, এই পত্রিকায় তিনি আমাদের লোক-সাহিত্যে বিষয়ে পরপর বেশ কয়েকটি প্রবন্ধ লিখে- ছিলেন। সম্ভবতঃ বাংলা একাডেমী থেকে প্রকাশিত তারঁ মোমেনশাহীর লোক-সাহিত্য শীর্ষক গ্রন্থে সে সব প্রবন্ধের কিছু কিছু স্থান পেয়ে থাকবে। শৈশব থেকেই আমার লোক-সাহিত্য ও সঙ্গীতের প্রতি বিশেষ অনুরাগ।
আরও দেখুনঃ লস্ট মডেস্টি প্রবন্ধ লিখন pdf বই ডাউনলোড
নিচে ফরিয়াদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.31 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ রওশন ইজদানি অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ