কুরআন পড়ি কুরআন বুঝি pdf বই ডাউনলোড। কুরআন অবতীর্ণের পূর্বে আরবের সামাজিক অবস্থা, সামাজিকতা, চারিত্রিক, রাজনৈতিক, সর্বদিক থেকে অন্ধকার এবং বর্বরতার অতল তলে নিমজ্জিত ছিল। সর্বত্র শিরক, মুর্তিপূজায় সয়লাভ ছিল। মানুষ একে অপরের রক্ত, এবং একে অপরের সম্পদ ও সম্মান লুন্ঠনে ব্যস্ত ছিল। প্রতিশোধের বদলে প্রতিশোধ নেয়ার জন্য যুগ যুগ ধরে যুদ্ধ চলত, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া ছিল সাধারণ বিষয়। অসংখ্য নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করাকে গৌরবের বিষয় মনে করা হতো।
মদপান, জুয়া, ব্যভিচার তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। উলঙ্গপনার অবস্থা ছিল এই যে, নারী ও পুরুষরা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ কাবা ঘরে তাওয়াক করাকে সাওয়াবের কাজ মনে করত। গরিব মিসকীন, বিধবা এতিমদের দেখার মত কেউ ছিল না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এসো নামাজ পড়ি pdf বই ডাউনলোড
- তাবিজ ব্যবহার ও তার হুকুম pdf বই ডাউনলোড
- আত্মার আলোকমণি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- তাফসীরুল কুরআন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
এমতাবস্থায় যখন কুরআন অবতীর্ণ হলো তখন মাত্র কয়েক বছরের ব্যবধানে কুরআনের শিক্ষা অশ্চর্যজনকভাবে আরবদের এ দৃশ্যপট পরিবর্তন করে দিল। মাওলানা আলতাফ হোসাইন হালী রাহিমাহুল্লাহ বলেন- এটা কি বিজলীর গর্জন না মহান পথ প্রদর্শকের আওয়াজ ছিল যা আরব ভূমিকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল।
যে সমস্ত লোকেরা নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়াকে সাধারণ বিষয় মনে করত, স্বয়ং তারা রাসূলুল্লাহ সাঃ-এর খেদমতে উপস্থিত হয়ে তাদের অপরাধ স্বীকার করে তাদের কৃতকর্মের জন্য নয়নাশ্রু ঝড়াচ্ছিল। এক ব্যক্তি উপস্থিত হয়ে আবেদন করল হে আল্লাহর রাসূল !! সাঃ আমার এক মেয়ে ছিল সে আমার নিকট অত্যন্ত আদরের ছিল, আমি তাকে ডাকলে সে দৌঁড়াতে দৌঁড়াতে আমার নিকট আসত, একদিন আমি তাকে ডাকলাম এবং সাথে নিয়ে চললাম।
পথিমধ্যে একটি কূয়া পেয়ে আমি তাকে সেখানে নিক্ষেপ করলাম. তার সর্বশেষ আওয়াজ আমার কানে আসছিল আর সে বলছিল ও আব্বা ও আব্বা একথা শুনে রাসূলুল্লাহ সাঃ নয়নাশ্রু ঝড়াতে লাগলেন। লোকেরা ঐ ব্যক্তিকে কথা বলতে নিষেধ করতে চাইল, তিনি বললেন, তাকে বাধা দিওনা, যে বিষয় সম্পর্কে তার জানার যথেষ্ট অনুভুতি আছে।
তাকে সে বিষয়ে প্রশ্ন করতে দাও। ঘটনা শুনার পর তিনি বললেন, জাহেলিয়াতের যুগে যা কিছু হয়েছে ইসলাম গ্রহণ করার ফলে আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। এখন নতুন করে জীবন যাপন শুরু কর। দারেমী। ঐ ব্যক্তি যে ধন-সম্পদের জন্য ডাকাতি করত, লুটপাত করত, কুরআনের শিক্ষা তাকে পৃথিবীর ধন-সম্পদের লোভ থেকে এত অনাগ্রহী করেছে যে, ধন-সম্পদের চেয়ে তুচ্ছ আর কোনো কিছু তার কাছে ছিল না।
নিচে কুরআন পড়ি কুরআন বুঝি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | পিস পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | কুরআন বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 8.96 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ ইকবাল ক্বলানী |
অনুবাদঃ | আবদুল্লাহহিল হাদি মু. ইউসুফ |