আসবাবুন নুযূল pdf বই ডাউনলোড। কুরআন কারীমের তাফসীরের নামে বহু জাল ও যয়ীফ হাদীস প্রচলিত আছে বহু তফসীর-গ্রন্থ ও বই-পুস্তকে আয়াতের ব্যাখায় বা তার শানে-নুযূলের ব্যাপারে বহু এমন হাদীস ও আষার উল্লিখিত আছে, যার কোন সহীহ ভিত্তি নেই। বিধায় তা বিশ্বাস করা মুসলিমদের জন্য বৈধ নয়। সহীহ সুন্নাহর অনুসারিগণ সহীহ সুন্নাহর অনুসরণ করবে সর্বক্ষেত্রে।
আকীদা, আহকাম, সীরাত, তারীখ ইত্যাদি সকল দ্বীনী বিষয়ে কুরআন ও সহীহ সুন্নাহই হবে শুদ্ধতার মানদন্ড। শায়খ ওয়াদিয়ী সনদ উল্লেখ সহকারে সহীহ যয়ীফ বাতলে দিয়ে অনেক আয়াতের শানে-নুযূল এই পুস্তকে জমায়েত করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শানে নুযূল pdf বই ডাউনলোড
- তাফসীরুল কুরআন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- জ্ঞান ও ঈমান pdf বই ডাউনলোড
- দুশমন থেকে দোস্ত pdf বই ডাউনলোড
অনেকের ধারণা হতে পারে যে, প্রত্যেক আয়াত বা পুরো কুরআনের শানে নুযূল হয়তো এতে আছে, বাস্তব কিন্তু তা নয়। যতটুকু সহীহভাবে পাওয়া গেছে, কেবল ততটুকুই তিনি এতে উল্লেখ করেছেন। বাংলার সাধারণ পাঠক হয়তো হাদীসের সনদগুলি পড়তে বিরক্তিবোধ করবেন। কেউ ভাববেন, সহীহাইন বুখারী-মুসলিমের সনদ উল্লেখ করা নিস্প্রয়োজন ছিল। তবুও লেখক মুসনাদ আকারে বইটিকে প্রকাশ করতে চেয়েছেন, কারো উপকারে লাগবে এই আশায় মহান আল্লাহ লেখ, অনুবাদক, প্রকাশক ও পাঠক, সকলকেই জাযা-এ-খাইর প্রদান করুন। আমীন।
জামেআ ইসলামিয়া মদীনা ইউনিভার্সিটির জন্য যে গবেষণা-পুস্তিকা আমি পেশ করব, তার বিষয়বস্তু হল শুদ্ধ সনদ-সহ আসবাবুন নুযূল। এ বিষয়টি এখতিয়ার করার কয়েকটি কারণ রয়েছেঃ- ১। বিষয়টি দুটি বিশাল গুরুত্বপূর্ণ বিদ্যা আল্লাহর কিতাবের তফসীর ও রসূলুল্লাহ সাঃ-এর সুন্নাহর সাথে সম্পৃক্ত, যা আমাদের দ্বীনের বুনিয়াদ।
২। আয়াতের শানে-নুযূল জানার ফলে তার অর্থ জানায় সহযোগিতা লাভ হয়। কিছু আয়াতের অর্থ কিছু সাহাবা ও তাদেঁর পরবর্তিগণের বুঝার সমস্যা হলে শানে-নুযূল জেনে তারাঁ তার সমাধান পেয়েছেন। যেমন মহান আল্লাহ বলেছেন, অর্থাৎ তোমরা নিজেরো নিজেদের সর্বনাশ করো না :(বাক্বারাহঃ১৯৫) । উক্ত আয়াত বুঝতে সাহাবাগণের সমস্যা হয়।
অতঃপর আবূ আইয়ুব আনসারী রঃ তাদেরকে তার শানে- নুযূল বাতলে দিলে তাদেঁর নিকট অর্থ স্পষ্ট হয়্ যেমন যথাস্থানে তার বিবরণ আসবে ইন শা আল্লাহ। য যেমন মহান আল্লাহর বাণী, অর্থাৎ যারা বিশ্বাস করেছে এবং তাদের বিশ্বাসকে যুলুম শির্ক দ্বারা কুলষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই সৎপথপ্রাপ্ত। (আনআমঃ৮২)।
নিচে আসবাবুন নুযূল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.05 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আব্দুর রহমান মুকবিল বিন হাদী আল ওয়াদিয়ী |
অনুবাদঃ | আব্দুল হামীদ আল ফাইযী আল মাদানী |