ফজর আর করব না কাজা pdf বই ডাউনলোড । বক্তা আলোচনা করছিলেন, মুসলিম উম্মাহর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে, বিরাজমান পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে। বক্তার উচ্ছ্বসিত উচ্চারণ ও আবেগি উপস্থাপন উপস্থিত শ্রোতাদেরকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল।
তিনি তার আশা ও প্রত্যাশার কথা, বিশ্বাস ও স্বপ্নের কথা শোনাচ্ছিলেন। অচিরেই আল্লাহর জমিনে তাওহীদের বানী ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। জগৎজুড়ে ইসলামি শরিয়ত ও আল্লাহর বিধান কার্যকর হবে।
অবাক বিস্ময়ে তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন। আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর জন্য যে মর্যাদা ও অবস্থান নির্ধারণ করেছেন, আজকের মুসলিম জাতি কেন তা হারিয়ে ফেলেছে?! কেন তারা বিধর্মীদের অনুকরণ-অনুসরণ করছে? কীসের জন্য তারা দ্বীন ও বিশ্বাসের ক্ষেত্রে হীনতা ও লাঞ্ছনা বরণ করে নিয়েছে?
কোন কারণে তারা জাতি ও ধর্মের শত্রুদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে? কেন? কেন? এবং কেন?
মুসলিম উম্মাহর পতন ও অধঃপতনের কারণ কার্যকারণ এবং উত্তরণ ও নিষ্কৃতির পথ ও পদ্ধতি সম্পর্কে তিনি বিশদ ও বিস্তারিত আলোচনা করলেন। প্রতিটি বিষয়ে তথ্য-উপাত্ত প্রদান, বিশ্লেষণ-দৃষ্টান্তদান এবং সিদ্ধান্ত গ্রহণ – তার পুরো আলোচনাই ছিল অত্যন্ত মর্মস্পর্শী ও বাগ্মিতাপূর্ণ।
সবশেষে তিনি শ্রোতাদের করণীয় সম্পর্কে আলোকপাত করলেন। জানিয়ে দিলেন, উম্মাহর উন্নতি ও প্রতিষ্ঠার জন্য তাদের কী দায়িত্ব ও করণীয় এবং কী পরিত্যাজ্য ও বর্জনীয়।
সেমিনার সমাপ্ত হলো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কেন জিহাদ করবো pdf বই ডাউনলোড
- ঋতুবতী নারীর রোজা pdf বই ডাউনলোড
- আইয়ামে তাশরিক pdf বই ডাউনলোড
- ফিকহুস সিয়াম pdf বই ডাউনলোড
পরের দিন ভোরবেলা। মসজিদে ফজরের নামাজ পড়তে এসে আমার উৎসুক চোখ তাকে খুঁজে ফিরছিল। মুসল্লিদের কাতারে তাকে দেখতে পেলাম না। আকস্মিক কোনো পরিস্থিতি কিংবা সাময়িক কোন প্রতিবন্ধকতার কারণে হয়তো তিনি জামাতে শরিক হতে পারেন নি।
দ্বিতীয় দিন ভোরেও ফজরের নামাজে তার দেখা পেলাম না। আমি উৎকন্ঠা অনুভব করলাম। তার সংবাদ জানার জন্য অধীর হয়ে উঠলাম। না জানি তার কোনো অকল্যাণ হয়েছে!
খোঁজ করতে করতে আমি তাকে পেয়ে গেলাম। উদ্বিগ্ন কন্ঠে জিজ্ঞেস করলাম, “ভাই, কী হয়েছে? কোন সমস্যা? আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন। গত দুই দিন ফজরের নামাজে না পেয়ে আপনাকে দেখতে এলাম’।
নিচে ফজর আর করব না কাজা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাসান |
বইয়ের ধরণঃ | নামাজ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 54.6 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. রাগিব সারজানি |
অনুবাদঃ | আবু মুসআব ওসমান |