এক নজরে ছলাত pdf বই ডাউনলোড। ছলাত একটি অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। ছলাত মানুষকে নোংরা, পাপের কাজ হতে বিরত রাখে (সুরা আল আনকাবূত আয়াত নং ৪৫)। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে, ছালাত আদায় করার পরও আমরা নানারূপ পাপ ও শরীয়াত বিরোধী কাজ বহাল তবিয়তে করে যাই। এর কারণ হলো, আমাদের ছলাত সুন্নাত মোতাবেক হয় না।
জান্নাতের চাবি পাওয়ার জন্য যেমন অবশ্যই নামাজ পড়তে হয় । ঠিক তেমনই আমাদের নামাজ অথবা সালাত আদায় করতে হলে অবশ্যই আমাদের সঠিক পদ্ধতিতে এবং কি ওযুর দোয়া জানতে হবে এবং সঠিক ভাবে ওযু করতে হবে নয়তো নামাজ হওয়ার সম্ভাবনাই নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাফসীর আহসানুল বায়ান pdf বই ডাউনলোড
- আল্লাহর রাসূল কিভাবে নামায পড়তেন pdf বই ডাউনলোড
- নামাজ কেন কবুল হয় না pdf বই ডাউনলোড
- নারীদের পবিত্রতার জরুরী বিধান pdf বই ডাউনলোড
আজকাল অধিকাংশ লোকদেরই কে দেখা যায় যখন মসজিদের অজু খানাতে সকলেই এক সাথে ওযু করে। আর হে তখন অনেকের অনেক ভূল হয়েও থাকে বটে। অনেকে বা তাড়াহুড়া করে কোনরকম হাত মুখ পায়ে পানি দিয়েই উঠে যেতে চায় । আবার ওযূর সময় কথা বলে একে অপরের সাথে কিন্তু আসলেই কি তার ওযু হয়েছে নাকি হয়নি? সেটা আপনারাই ভালো বুঝবেন ।
তাই বলেছি নামাজ যেমন বেহেশতের চাবি ঠিক ওযু ও পবিত্র হওয়ার পদ্ধতি। পবিত্র না হলে কি আমাদের নামাজ হবে ? হবে না কখনো..!! তাই আমরা উযূর পদ্ধতি টা জেনে নিই!! (১) উযূর শুরুতে বিসমিল্লাহ বলবে। এই বিষয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উযূতে (উযূর শুরুতে) আল্লাহর নাম নেয় না তার কোন উযূ নেই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদ্বিয়াল্লাহু আনহুমকে হুকুম দিয়েছেন যে, তোমরা বিসমিল্লাহ বলে উযূ কর ।
(২) পবিত্র পানি দ্বারা উযূ করতে হবে। প্রথমে উযূর নিয়্যাত করবে। তারপর বিসমিল্লাহ বলে উযু শুরু করবে। নিয়্যাত করার স্থান হল ক্বলব বা অন্তর । মুখে নিয়্যাত উচ্চারণ করা বিদআত। ছহীহ ফিক্বহুস সুন্নাহ হতে সংযুক্ত। উযুর ক্ষেত্রে আল্লাহ বলেছেন, যদি তোমরা পানি না পাও তাহলে পাক-পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে সূরা আন নিসা, আয়াত নং ৪৩; সুরা আল মায়েদা, আয়াত নং ৬। সাইয়েদুনা আব্দুল্লাহ বিন ওমর রাযিআল্লাহু আনহু গরম পানি দিয়ে উযু করতেন (মুসান্নাফ ইবনু আবী শায়বাহ হা/২৫৬,১/২৫,সনদ সহীহ)। সুতরাং প্রতীয়মান হল যে, গরম পানি দ্বারাও উযু, করা জায়েয। বি.দ্র, নাবীয়, শরবত, দুধ প্রভৃতি দ্বারা উযূ করা জায়েয নেই।
রসূলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের লোকদের উপর কষ্টের আশঙ্কা না করতাম তাহলে তাদেরকে প্রতিটি ছলাতের সাথে মিসওয়াক করার হুকুম দিতাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে মিসওয়াক করেছেন ও ওযু করেছেন।
নিচে এক নজরে ছলাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুস-সুন্নাহ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.37 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | হাফেয যুবায়ের আলী যাঈ রহ. |
অনুবাদঃ | আহমাদুল্লাহ বিন আব্দুত তাওয়াত আনসারী |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।..!!