হযরত আবু বকর রাঃ pdf বই ডাউনলোড । ইসলামী বিশ্বের ইতিহাস প্রকৃতপক্ষে রাসূল সাঃ এর মক্কা হতে মদীনায় হিযরত ও সখোনে বসবাস আরম্ভ করার পর থেকেই শুরু হয়েছে। এ বিখ্যাত ঘটনাকেই ইসলামী ইতিহাসের প্রারম্ভ ধরা হয়।
কারণ, এ সময় থেকেই প্রকৃতপক্ষে ইসলামের সঠিক উন্নতি ও অগ্রগতি শুরু হয়েছৈ। আর এ সময় থেকেই মূলতঃ আল্লাহর সাহায্য-সহযোগীতা বিশেষভাবে শুরু হয়েছে। একাধারে তের বছর পর্যন্ত ইসলামের ঘোর বিরোধিতা করেও যখন উদ্দেশ্য সিদ্ধ হলো না, তখন মক্কার কাফেররা রাসূল সাঃ কে হত্যা করার সিদ্ধান্তে একমত হলো।
আবু বকর রাঃ সহ চার খলিফার জীবনী বিষয়ক বই দেখুনঃ
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
- গল্পে হযরত আবু বকর pdf বই ডাউনলোড
- খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
- মুসনাদে আবু বকর রাঃ pdf বই ডাউনলোড
- আয়েশা রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
- হযরত ওমর রাঃ pdf বই ডাউনলোড
- গল্পে-হযরত উসমান রাঃ pdf বই ডাউনলোড
- গল্পে হযরত আলী রাঃ pdf বই ডাউনলোড
কিন্তু এবারও তাদেরকে পরিপূর্ণ ব্যর্থতা বরণ করে নিতে হলো। এ ঘোর কঠিন সময়ে একমাত্র হযরত আবু বকর রাযিঃ-ই রাসূলে করীম সাঃ এর ঘনিষ্ট সহচর হিসেবে পরিগণিত হাবর সৌভাগ্য অর্জন করেছিলেন।
এ ঘটনার দশ বছর পর রাসূরে করীম সাঃ যখন মৃত্যু শয্যায় শায়িত – নামাযের ইমামতি করতে মসজিদে তশরীফ আনতে পারছেন না। তখন তাঁর পরিবর্তে তিনি যাঁকে ইমামতির জন্য নির্বাচিত করেছিলেন, তিনি হলেন হযরত আবু বকর রাযিঃ। এ সৌভাগ্য হযরত ওমরের ন্যায় মর্যাদাশালী সাহাবারও হয়নি।
হিজরতের সময় রাসূল সাঃ হযরত আবু বকরকে কেন সাথী নির্বাচিত করেছিলেন এবং মৃত্যু শয্যায় নামায পড়াবার জন্য কেন তাঁকে নির্দেশ দিয়েছিলেন তা বেশ সুষ্পষ্ট। আবু বকর রাঃ হচ্ছেন সেই ব্যক্তি, যিনি সর্বপ্রথম রাসূলের রিসালাতের উপর ঈমান এনেছিলেন সকলের শীর্ষে।
ইসলাম গ্রহণ করার দিন থেকে শুরু করে রাসূল সাঃ এর ইন্তেকাল পর্যন্ত দীর্ঘ সময় বরাবর রাসূল সাঃ এর সাহায্য, দীনের প্রচার এবং কাফেরদের নির্যাতন নিষ্পেষণের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য হযরত আবু বকর রাঃ ছিলেন নিবেদিত প্রাণ।
ইসলামের বড় চারজন খলিফা!র নাম গুলো জানেন?
রাসূল সাঃ এর বানীকে তিনি দিতেন সবচেয়ে বেশি অগ্রাধিকার। তাঁর জন্য জীবন বিলিয়ে দিতেও কুন্ঠিত হতেন না। প্রতিটি যুদ্ধে তিনি তাঁর পাশে থেকে কাফেরদের মুকাবিলা করতেন। অতীব বলিষ্ঠ ঈমান ছাড়াও তাঁর সুমধূর চরিত্রও ছিল অত্যন্ত উন্নত। এ উন্নত চরিত্রের জন্য তিনি সকলেরই প্রিয় ছিলেন। প্রতিটি মুসলমান তাঁকে অন্তর দিয়ে ভালোবাসতেন।
হযরত আবু বকর রাঃ এর দ্বীনী মর্যাদা এবং তাঁর প্রতি মানুষের সীমাহীন আস্থার কারণেই রাসূলে কারীম সাঃ এর ইন্তেকালের পর স্থলাভিষিক্তের প্রশ্নে মানুষের দৃষ্টি তাঁর দিকেই নিবদ্ধ হয়েছিল। আর সকলেই একমতে তাঁকেই প্রথম খলিফা হিসেবে মনোনীত করেন।
তিনি তাঁর স্বল্পতম খিলাপত আমলে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার কাজে যে প্রচেষ্টা চালিয়েছেন, ইতিহাসে তা নজীরবিহীন। তাঁর খেলাফতকালেই ইসলামী শাসনের সূচনা হয়েছে। ধীরে ধীরে এ শাসন বিশ্বের অনেক অংশকে তার আওতার মধ্যে এনে দিয়েছে।
এ বিশলাল রাষ্ট্রের সীমা একদিকে এশিয়ার হিন্দুস্তান ও চীন পর্যন্ত ও অপরদিকে ইউরোপের স্পেন ও ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হয়েছিল। মানব সভ্যতা ও কৃষ্টিকে উন্নতির দিকে এগিয়ে নেয়ার জন্য এ রাষ্ট্রীয় শাসনামল যে অবদান রেখেছে তা পৃথিবীর শেষদিন পর্যন্ত অমর অক্ষয় হয়ে বেঁচে থাকবে।
নিচে হযরত আবু বকর রাঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | চার খলিফার জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 12.7 MB |
প্রকাশ সালঃ | 2000 |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ হুসাইন হায়কল |
অনুবাদঃ | খালেক মজুমদার |