হারাম শরীফের দেশ pdf বই ডাউনলোড। কাবা নির্মাণের ঘটনা ও হারাম শরীফের প্রাথমিক পর্যঅয় সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ হতে বেশ কিছু সহীহ বর্ণনা পাওয়া যায়। ইমাম বুখারি তারঁ সহীহ গ্রন্থে সাঈদ ইবনে জুবাইর হতে একটি রিওয়ায়াত বর্ণনা করেন। সাঈদ বলেন, ইবনে আব্বাস বলেছেন, মেয়েরা সর্বপ্রথম যে জিনিসটির ব্যবহার শুরু করে তা ছিল কোমর বন্দ।
ইতিপূর্বে ইসমাঈল আঃ-এর মাতা সারাহ থেকে তাপ ছাপ গোপল করার জন্য কোমরবন্দ ব্যবহার করেন। এরপর ইবরাহীম আঃ-তাকেঁ ও তার দুধ পানকারী পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে বাইতুল্লাহর নিকট মাসজিদের উচুঁস্থানে যামযামের উপর এক বড় বৃক্ষের নিচে নিয়ে আসেন। তখন মক্কা ছিল জনমানবহীন। ছিল পানিশূন্য তিনি তাদেরকে সেখানে রেখে আসেন।
আরও ইসলামিক বই দেখুন:
- দরুদ শরীফের মর্যাদা pdf বই ডাউনলোড
- হারাম বস্তু pdf বই ডাউনলোড
- হারাম শরিফের দেশ ফজিলত আহকাম pdf বই
- ভুল সংশোধন pdf বই ডাউনলোড
- হারাম ও কবীরা গুনাহ pdf বই ডাউনলোড
রেখে আসেন তাদের জন্য এক পাত্র খেজুর ও এক মশক পানি। এরপর ফিরে আসার জন্য তিনি পিছন ফিরেন। তাকেঁ অনুসরণ করেন ইসমাঈলের আম্মা-জান । তিনি বলতে থাকেন, হে ইবরাহীম! যেখানে কোন মানুষ নেই, নেই কোন কিছু এমন এক স্থানে আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? তিনি এ কথাটুকু বারবার বলতে লাগছেন। কিন্তু ইবরাহীম তারঁ প্রতি কোন ভ্রূক্ষেপ করলেন না। এরপর তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ কি আপনাকে এ নির্দেশ দান করেছেন।
তিনি বললেন, হ্যাঁ তখন ইসমাঈলের আম্মাজান বললেন, তাহলে তিনি আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। এ বলে তিনি ফিরে আসেন। ইবরাহীমও তারঁ পথে হাটাাঁ ধরলেন। হাটঁতে হাটঁতে যখন তিনি পাহাড়ি পথের এমন এক স্থানে পৌছাঁলেন যেখানে তাকেঁ তারা দেখতে পাবে না তখন তিনি বাইতুল্লাহমুখী হয়ে হাত তুলে নিম্নোক্ত দুআ করেন, তিনি বলেন: হে আমাদের পরওয়ারদেগার!
আমি আমার বংশধরদের কতককে বসবাস করলাম অনুর্বর ভুমিকে তোমার পবিত্র ঘরের নিটক, হে আমাদের প্রতিপালক! এজন্য যে, তারা যেন সালাত কায়েম করে। অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফলাদি দ্বারা তাদের রিযিকের ব্যবস্থা করে দিন যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ইসমাঈলের মা ইসমাঈলকে দুধ পান করাতে থাকেন এবং তিনি স্বয়ং মশক হতে পানি পান করতে থাকেন।
যখ মশকের পানি ফুরিয়ে গেল তখন তিনি পিপার্সার্ত হলেন এবং তারঁ ছেলেও পিপার্সাত হলো। তখন মা আড় চোখে অথবা বর্ণনাকারী বললেন অস্থিরচিত্তে- ছেলের দিকে তাকালেন। সন্তানের দিকে দৃষ্টি পড়ার ভয়ে মা সেখান থেকে উঠে গেলেন। সেখানে তিনি সবচেয়ে নিকটে সাফা পাহাড় দেখতে পেলেন। তাকিয়ে দেখতে চেষ্টা করলেন কাউকে দেখা যায় কিনা । কিন্তু কাউকে দেখতে পেলেন না। আরও পড়তে বইটি ডাউনলোড করতে পারেন।
নিচে হারাম শরীফের দেশ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামি বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.29 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ | ড. হিজবুল্লাহ-গং |