প্রশান্তির খোঁজে pdf বই ডাউনলোড। এই বইটি আপনাকে আল-কুরআনের বাণীর সাথে নতুন করে পরিচয় করিয়ে দিবে। চিন্তার দুয়ারকে প্রসারিত করবে। আমলের প্রশান্তিকে বৃদ্ধি করবে ইন শা আল্লাহ । আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সমন্বয়ে যিনি আল্লাহর কালামকে বাস্তবতার সাথে তুলে ধরেন, বের করে আনেন এর সৌন্দর্য, একে তুলে ধরেন জীবন্তরূপে, যার সুরা আল-কাহাফের অনলাইন ওয়েবিনারে বাংলাদেশসহ বিশ্বের ৯০টিরও বেশি দেশ থেকে সরাসরি অংশ নেন, যার স্টোরি নাইট আল-কুরআনের গল্পরাত।
একবার শুনে বখে যাওয়া সন্তান কেবল আল্লাহর কালাম নিয়েই পড়ে থাকে, যার লেকচার শুনে অমুসলিম ই-মেইলে বলেন আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ- তিনি উস্তাদ নোমান আলী খান বৈশ্বিক ভাষা হিসেবে তিনি ইংরেজি আল্লাহর কালামকে এতো দূরে নিয়ে গিয়েছেন যে আল কুরআনকে জানার ও আরবী ভাষা শেখার রীতিমতো আন্দোলন শুরু হয়েছে তার শিক্ষাগুলো নিয়ে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ডাঃ জাকির নায়েক লেকচার সমগ্র pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- হাদীসের আলোকে রুজি বৃদ্ধি pdf বই ডাউনলোড
- মুক্ত বাতাসের খোঁজে pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
যিনি একসময় নাস্তিক হয়ে গিয়েছিলেন। আর এখন তার যৌক্তিক ও আধ্যাত্মিক জ্ঞানের সমন্বয়ের নিশ্ছিদ্র শিক্ষাগুলো পেয়ে লাখ লাখ তরুন যুবক-যুবতী, সেক্যলার নাস্তি ও আধুনিক-মনন থেকে ফিরে পাচ্ছে ফিতরাতী জীবন, আল্লাহর প্রশান্তিময় জীবনব্যবস্থা ইসলাম। বাংলা ভাষায় উস্তাদের সেই আলকুরআনের সহজ অথচ গভীর দৃষ্টিসম্পন্ন কাজগুলো প্রকাশ করতে পেরে আমরা সত্যিই আনন্দবোধ করছি।
মূল কাজগুলো করেছেন NAK-BANGLA টিম এবং তাদের সম্মানিত কর্মীবৃন্দ। তাদের অসামান্য পরিশ্রমকে আল্লাহ তায়ালা যেন কবুল করেন ও উত্তমরূপে সেগুলোকে বৃদ্ধি করে দেন বহুগুণে। উস্তাদ নোমান আলী খানের বক্তব্যের সুন্দর দিক হলো, তিনি অতি সাধারণ আর সরল ভাষায় তরুণদের বোধগম্য হবার মতন করে বিষয়গুলো আলোচনা করেন।
তার একেকটা লেকচার শোনার পর ওই বিষয়ক খটকা এবং প্রশ্ন অবশিষ্ট থাকে না এবং দ্বনি পালন করার ব্যাপারে সন্দেহ ও অজুহাত থাকে না। এইটুকু বুঝতে হলে হয়তো আমাদেরকে পৃষ্ঠার পর পৃষ্ঠ পড়তে হতো। সেই সহজ সরল অথচ গভীর ও বহুমুখী প্রজ্ঞার কারণে আমাদেরকে আল্লাহর বাণী আরো কাছে টানে, আল্লাহর দ্বীন পালনে নিজেদের আরো উৎসাহ বৃদ্ধি পায়।
উস্তাদ নিজেই একটি ঘটনা তুলে ধরেছিলেন যেখানে আল্লাহর বাণী আল-কুরআন মাজীদের আলোচনায় তার অনন্যতা উঠে আসে। তিনি বলেন, অনেক মা তাদের সন্তানকে জোর করে তার লেকচার ও সেমিনারে পাঠান বা নিজে নিয়ে আসেন, যাতে করে তারা তার লেকচার শুনতে পারে ও ইসলামের পথে আসতে পারে।
নিচে প্রশান্তির খোঁজে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বুকিশ পাবলিশার |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.14 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | উস্তাদ নোমান আলী খান |
অনুবাদঃ | নোমান আলী খান |