হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় pdf বই ডাউনলোড। মূলত জান্নাত কাদের জন্য প্রতিক্ষায়? সুলাইম বিন আমের রা. থেকে বর্ণিত। তিনি বলেন- অর্থাৎ,আমি আবু বকর রা. থেকে শুনেছি, তিনি বলেন, করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বের হও এবং মানুষেদের থেকে যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করে তাদের জান্নাতের সুসংবাদ দাও যে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। অতঃপর আমি বের হলাম, পথে ওমর ইবনুল খাত্তাবের সাথে সাক্ষাত হলো।
ওমর বললো, হে আবু বকর! আপনার উদ্দেশ্য কি? আমি বললাম, নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি বের হয়ে মানুষের মাঝে ডেকে-ডেকে সংবাদ প্রদান কর- যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সাজিদ করিম ভাইয়ের কয়েকটি লেখা pdf বই ডাউনলোড
- কিভাবে আপনি জান্নাত লাভ করবেন pdf বই ডাউনলোড
- হযরত আবু বকর রাঃ pdf বই ডাউনলোড
- অন্তরের আমল ১ম-৩য় খন্ড pdf বই ডাউনলোড
- হে যুবক ফিরে এসো রবের দিকে pdf বই ডাউনলোড
কিসের ভয় হচ্ছে ওমর রা. এর?
ওমর বলল- আপনি রাসূলের কাছে ফেরত চলে যান, কেননা আমার ভয় হচ্ছে যে মানুষ এ কথার উপর নির্ভর করে বসে পরবে। আবূ বকর বলেন,এরপর আমি নবির কাছে ফিরে আসলাম। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর! কেন ফিরে এসেছো। আমি সংবাদ দিলাম ওমর এরকম বলেছেন।
তখন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- সে ঠিক বলেছে। সাহল বিন হুনাইফ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- যে তুমি মানুষকে সুসংবাদ দাও-যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলে তার জন্য জান্নাত ওয়াজিব হবে।
শায়েখ হাফেজ হাকমি রহিমাহুল্লাহ দরদমাখা কন্ঠে বলেছেন-
আল্লারহ প্রতি স্বাক্ষ্য প্রদানের শব্দ উচ্ছারণ,
সেটাই হবে সফলতা ও জান্নাতের সুখের কারণ।
যে দিয়েছে শাহাদাতের সাক্ষ্য বিশ্বাস করে দিলে,
আমর করেছে সে সবকিছুর উপর তিলে-তিলে।
মুখে কাজে সাক্ষ্য দিয়ে পরপারে দিয়েছে পাড়ি
কিয়ামতে নিরাপদে উঠবে সে জান্নাত হবে বাড়ি।
মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন- আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম হবে। এটাই সুপথ আর এ সুপথে অগ্রগণ্যতার জন্য কেবল শাহাদাতই আবশ্যক। এ শাহাদাত যে পড়েছে সে সফলকাম হয়েছে। পেয়েছের মুক্তির ঠিকানা। কাঙ্খিত সুপথ।
কালিমা তাইয়্যিবার দাবিতে কুরআন অবতীর্ণ হয়েছে এবং সমস্ত নবী-রাসূল এ জগতে সংসারে আগমন করেছেন কেবল আল্লাহর ঐ চিরন্তণ বাণী কালিমায়ে তাইয়্যিবার জন্যই। এ কারণেই দুনিয়া ও পরকাল সৃষ্টি হয়েছে। মানবের সফলতা ও ব্যর্থতা নিহিত রয়েছে এই ছোট্ট কালিমাতেই। বিচারের দিন মানবের ডান-বাম হাতে তার আমল দেওয়া হবে এর কারণেই।
নিচে হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আর রিহাস পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | জান্নাতে পেতে হলে |
বইয়ের সাইজঃ | 18.2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ মুস্তফা আহমাদ মুতাওয়াল্লী |
অনুবাদঃ | সাইফুল্লাহ আল মাহমুদ |