সুনানে ইবনে মাজাহ ২য় খন্ড
সুনানে ইবনে মাজাহ ২য় খন্ড pdf বই ডাউনলোড। সাহাবায়ে কেরামের মধ্যে যাঁরা বিচক্ষণ, বুদ্ধিমত্তাসম্পন্ন, তীক্ষ্ণ স্মরণশক্তির অধিকারী, ন্যায়পরায়ণ ও নির্ভরযোগ্য প্রসিদ্ধ হাদীসগ্রন্থে শুধু তাঁদের বর্ণিত হাদীসসমূহই সংকলিত হয়েছে। এ ধরনের সংকলন গ্রন্থের মধ্যে বুখাররী, মুসলিম, তিরমিযী, আবূ দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ অন্যতম।
এই গ্রন্থগুলো সিহাহ্ সিত্তাহ নামে পরিচিত। ইসলামিক ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে সুনানু ইবনে মাজা সহ ‘সিহাহ সিত্তাহ’র অন্যান্য হাদীসগ্রন্থ এবং মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, মসনদে ইহাম আজম আবূ হানিফা, তাহাবী শরীফ, তাজরীদুস সিহাহ, আত তারগীব ওয়াত তারহীব, তরজমানুস সুন্নাহ, ইলাউস সুনান, মা’রেফুল হাদীস, আল আদাবুল মুফরাদ প্রভৃতি সুবিখ্যাত হাদীস গ্রন্থের অনুবাদ প্রকাশ করা হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দরসে ইবনে মাজাহ pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- সুনানে ইবনে মাজাহ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
এবং মাসনাদে আহমাদ-এর অনুবাদিত মুদ্রণ হয়েছে। সুনানু ইবনে মাজাহ্ এর দ্বিতীয় খন্ড ২০০১ সালে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগ থেকে প্রথম প্রকাশিত হয়। ব্যাপক পাঠকচাহিদার প্রেক্ষিতে বর্তমানে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ তায়ালার দরবারে জানাই অশেষ শুকরিয়া।
এ গ্রন্থটির অনুবাদক, সম্পাদক ও এর প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তায়ালা আমাদের এই খেদমতটুকু কবূল করুন।
নিচে সুনানে ইবনে মাজা ২য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ সুনানে ইবনে মাজাহ্ শরীফ হাদিস গ্রন্থ বইয়ের সাইজঃ 47.1 MB প্রকাশ সালঃ বইয়ের সংকলনঃ আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজীদ ইবনে মাজাহ আল-কাযবীনী অনুবাদঃ ইসলামিক ফাউন্ডেশনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ