ইত্তিবায়ে সুন্নাতের মাসায়েল pdf বই ডাউনলোড। ইসলামের সূচনা একটি গ্রন্থ ও একজন রাসূলের মাধ্যমে হয়েছে। এ দুয়ের সম্মিলিত শক্তিই জগতে একটি সুষ্ঠু ও উচ্চ স্তরের আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করেছে। এমনিভাবে ভবিষ্যত বংশধরদের জন্যেও একদিকে পবিত্র শরিয়ত এবং অন্য দিকে কৃতী পুরুষগণ রয়েছেন।
কেউ কেউ কুরআনের প্রতি উপেক্ষা প্রদর্শন করে শুধু ওলামা ও মাশায়েখকে সবকিছু মনে করে বসে, তারা শরিয়তের অনুসারী কিনা তারও খোজঁ নেয় না। এই রোগটি আসলে ইহুদী ও খৃষ্টানদের থেকেই সংক্রামিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন; তারা আল্লাহকে ছেড়ে তাদেঁর ওলামা ও মাশায়েখকে স্বীয় উপাস্য বানিয়ে নিয়েছে। তাওবাহঃ ৩১।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরআন ও সুন্নাতের আলোকে মৃত ব্যক্তির জন্য কান্না pdf
- সাদা দাঁড়ি রাখা সুন্নাতের খেলাফ pdf বই ডাউনলোড
- উসওয়ায়ে রাসুলে আকরাম সাঃ pdf বই ডাউনলোড
- কুরবানীর বিস্তারিত মাসায়েল pdf বই ডাউনলোড
- রোযার মাসায়েল pdf বই ডাউনলোড
পক্ষান্তরে এমন কিছু লোক রয়েছে যারা কুরআন ও হাদীসের শিক্ষা অর্জনের জন্য কোন উস্তাদ ও অভিভাবকের প্রয়োজন মনে করে না। তারা বলে, আল্লাহর কিতাব কুরআনই আমাদের জন্য যথেষ্ট। এটাও আরেক পথভ্রষ্টতা। এরূপ ব্যক্তি অবশ্যই ভুল বোঝাবুঝির শিকার হয়। এই ভুল বোঝাবুঝি কোন কোন সময় তাকে ধর্মচ্যুতও করে দেয়।
আনুগত্য আবশ্যকীয় হওয়ার কারণও আল্লাহ তাআলা বলে দিয়েছেন: মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে মন মত কোন কথা বলেন না, বরং ততো ওহী, যা তারঁ উপর অবতীর্ণ হয়ে থাকে, আর সে মতেই তিনি কথা বলেন। (সূরা আননাজম:৩)। তাই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে ওযুর সেই নিয়মই শিক্ষা দিয়েছেন যা তাকেঁ আল্লাহ তাআলা জিবরীল আঃ এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন।
ছালাতের জন্য সেই সময়সমূহ নির্ধারণ করলেন যা আল্লাহ তাআলা তাকে হযরত জিবরীল আঃ মাধ্যমে বলে দিয়েছেন, ছালাতের সেই নিয়মই শিক্ষা দিলেন যা আল্লাহ তাআলা তাকেঁ হযরত জিবরীল আঃ এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে এরূপ অনেক দৃষ্টান্ত পাওয়া যায়।
যে দ্বীনি মাসায়েলের ব্যাপারে যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী না আসত ততক্ষন কোন উত্তর দিতেন না। হযরত ওয়াইস ইবনে ছামেত রাঃ নিজের স্ত্রী হযরত খাওলা খাওলা রাঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হয়ে মাসআলা জিজ্ঞাসা করলেন। তখন রাসূল সাঃ- যতক্ষণ ওহী আসেনি ততক্ষন কোন উত্তর দেয়নি। আশা করি বইটি দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। সম্পূর্ণ বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে ইত্তিবায়ে সুন্নাতের মাসায়েল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবা বাইতুসসালাম রিয়াদ |
বইয়ের ধরণঃ | মাসায়েল বিষয়ক |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ ইকবাল কীলানী |
অনুবাদকঃ | মুহাম্মাদ হারুন আযিযী নদভী |