অন্তহীন প্রহর pdf বই ডাউনলোড। ভলতেয়ার (১৬৯৪-১৭৭৮) কে ইউরোপের সেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত গণ্য করা হয় যাদের চিন্তা ও দর্শনের ওপর পশ্চিমা সভ্যতার বিদ্যমান ভিত গড়ে উঠেছে। ভলতেয়ারের সময়ে পর্তগুলের লিসবন শহরে ভয়াবহ রকমের এক ভুমিকপ্ত হয়, যার সঙ্গে আগত সুনামী তুফান এবং এরপর শহরে ছড়িয়ে পড়া আগুন প্রলয় ঘটিয়ে দেয়।
এতে লাখো মানুষের বসত এ শহরে পুরোদস্তুর বিধ্বস্ত হয়ে পড়ে। এ দুর্ঘটনা গোটা ইউরোপকে কাাঁপিয়ে তুলে। নিছক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেই নয় বরং চিন্তা ও দর্শনের জগতেও এ ধ্বংসযজ্ঞ ব্যাপক প্রভাব ফেলে। প্রচলিত ধর্মগুরুরা অভ্যাস অনুযায়ী একে খোদার আযাব হিসেবে অভিহিত করে। কিন্তু সময় এখন বদেলাচ্ছে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামী আইন ও রাষ্ট্র pdf বই ডাউনলোড
- অনিঃশেষ আলো ২য় খন্ড pdf বই ডাউনলোড
- জাহান্নামের ভয়াবহ আযাব pdf বই ডাউনলোড
- কামিয়াবির পথ সম্পূর্ন pdf বই ডাউনলোড
- কবরের আযাব pdf বই ডাউনলোড
তাই বড় রকম এর নেতিবাচক প্রতিক্রিয়া সামনে এলো। এ ঘটনার প্রেক্ষিতে ভলতেয়ার প্রথম poem on the Lisbon Disaster নামে একটি কবিতা এবং পরে Candide নামে একটি উপন্যাস লিখেন। যার মূলকথা ছিল এই, আধুনিক বিশ্বে খ্রিষ্টানদের প্রচার করা এমন কোনো ঈশ্বর-ভাবনার সুযোগ নেই যার প্রেরিত আযাব অপরাধী ও নিরপরাধ সবাইকে নির্বিচারে ধ্বংস করে দেয়।
ভলতেয়ারের এ কাজ প্রথমে প্রচন্ড বিরোধিতার মুখে পড়ে। কিন্তু এতে বর্ণিত চিন্তা-দর্শন খুব দ্রুতই সময়ের ভাষায় রূপান্তরিত হয়। খোদার দিকে সম্বন্ধকৃত ভুল ধারণার প্রতিক্রিয়া মানুষকে ধীরে ধীরে আল্লাহর প্রতি অবিশ্বাসের দিকে নিয়ে যায়। পরে এমন এক সময় এলো যে, পশ্চিমা দেশগুলোতে খোদার নাম নেওয়াটা এক ধরণের নির্বুদ্ধিতার কাজ বলে গণ্য হতে লাগলো। কবি আকবর এলাহাবাদী তার এক কবিতায় এ অবস্থাটি চিত্রিত করতে গিয়ে বলেন, “থানায় গিয়ে রিপোর্ট জানায় প্রহরী এযুগেও খোদার নাম জপে আকবরী। ”
পরবর্তী সময়ে এসে খোদার প্রতি বিশ্বাস কোনো না কোনো ভাবে তো মেনে নেওয়া হয়েছে। কিন্তু পরকালের বিশ্বাস যা মূলত আল্লাহ তায়ালার পরিপূর্ণ ন্যায়বিচারের প্রমাণ এবং পৃথিবীতে সংঘটিত যাবতীয় অন্যায়ের প্রতিকার-তা কখনো ব্যাপক হতে পারেনি। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি ইসলামের ইতিহাস জেনে উপকৃত হবেন।
নিচে অন্তহীন প্রহর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল হাসান |
বইয়ের ধরণঃ | ইসলামিক উপন্যাস |
বইয়ের সাইজঃ | 31.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আবু ইয়াহইয়া |
অনুবাদকঃ | মুশফিক হাবীব |