এসো আল্লাহ ওয়ালাদের গল্প পড়ি pdf বই ডাউনলোড। আমার তখন তিন কি চার বছর বয়স। এই বয়সের কোন স্মৃতি কারো মনে না থাকারই কথা। কিন্তু আশ্চর্যর বিষয় হলো, সে বয়সের কিছু কিছু ঘটনা আমাদের বাড়ীতে কিসের যেন খুব আয়োজন। চারদিকে সাজ সাজ রব। দায়িত্বশীল পুরুষরা হাট-বাজার নিয়ে ব্যস্ত। আর মহিলারা ব্যস্ত বাটনা-কুটনা নিয়ে। আমরা যারা বয়সে ছোট, আমাদের যেন আনন্দ আর ধরে না। একবার দৌড়ে যাই রান্না ঘরে, আরেকবার উঠানে।
আমাদের বাড়ীর দক্ষিণ দিকে একটি নূরানী মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে আজ তার উদ্বোধন। সেই উপলক্ষে এতসব আয়োজন । মাদরাসা উদ্বোধন উপলক্ষে সামান্য ওয়াজ-মাহফিরেও আয়োজন করা হয়েছে। সে জন্য একজন হক্কানী কামেল বুযুর্গকে দাওয়াত দেওয়া হয়েছে। বিকাল হতেই লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। অন্যদের তুলনায় আমার উৎসাহটাই যেন একটু বেশি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আট রাকাত তারাবী ওয়ালাদের আসল রূপ pdf বই
- কুরআন পড়ি কুরআন বুঝি pdf বই ডাউনলোড
- এসো নামাজ পড়ি pdf বই ডাউনলোড
- এসো কোরআন শিখি ১ম খন্ড pdf বই ডাউনলোড
- এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
কারণ, উক্ত বুযুর্গ আমাকে আলিফ, বা তা, ছা, পড়িয়ে মাদরাসা উদ্বোধণ করবেন। তাই ভিতরে ভিতরে এক ধরণের শিহরণ অনুভব করছিলাম। শিশু মনের সেই অনুভুতির কথা আজ এত বছর পর হয়তো কিছুতেই লিখে বুঝানো সম্ভব নয়। তবে এতটুকু বলতে পারি, সে ছিল এক অন্য রকম অনুভুতি, এক ভিন্ন রকম অনুভব।
সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লোকজনের মাঝে এক ধরণের ব্যস্ততা দেখা গেল। কেউ কেউ ছোটাছুটি শুরু করল। আর কেউ কেউ বলতে লাগল, এসে গেছেন, বড় হুজুর এসে গেছেন, বড় হুজুর এসে গেছেন! মসজিদের ইমাম সাহেব বললেন, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ও যুগশ্রেষ্ঠ ওলিয়ে কামেল আমাদের এলাকায় এসেছেন, আমাদের কি যে সৌভাগ্য! এ কথা বলে তিনি ব্যস্ত-সমস্ত হয়ে বড় হুজুরকে এস্তেকবাল জানানোর জন্য সামনে অগ্রসর হলেন।
কিছুক্ষণ পর কে একজন এসে আমাকে বলল, জলদি এসো, তোমাকে সবাই খোঁজছে। জলদি ঘরে চলো। আমি ঘরে গিয়ে দেখি, বড় হুজুর ঘর আলো করে বসে আছেন। ঘরভর্তি লোকজন তাকেঁ ঘিরে তাজীমের সঙ্গে বসে আছে। তারঁ সামনে বিভিন্ন ধরনের ফল-ফলাদি আর নাস্তা পরিবেশন করা হয়েছে। কিন্তু তিনি তা থেকে খুব কমেই গ্রহণ করছেন। আমি ভয়ে জড়সড় হয়ে মানুষজণের শরীর ঘেষে-ঘেষে তারঁ সামনে গিয়ে বসলাম। তিনি আমাকে দেখে মুচকি হেসেঁ জিজ্ঞেস করলেন, কি নাম তোমার ?
আমি লা-জাওয়াব, এক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়ে আছি। তারঁ হাতে ছিল পায়েসের পেয়ালা। তিনি সেখান থেকে সামান্য পায়েস মুখে দিলেন। তারপর বাকীটুকু আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও বেটা, খেয়ে নাও। আশা করি আপনাদের এই বইটি পড়লে বেশ ভালো লাগবে এবং উপকৃত হবেন। যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারবেন।
নিচে এসো আল্লাহ ওয়ালাদের গল্প পড়ি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | নাদিয়াতুল কুরআন কুতুবখানা |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 41.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুফতি মুহাম্মদ শফিউল আলম |
অনুবাদকঃ |