মুসাফিরের পাথেয় pdf বই ডাউনলোড। মানুষের আচার-আচরণ হয় নিজেদের মাঝে, অথবা প্রতিপালক আল্লাহ তাআলার সাথে। বান্দা এই দুই অবস্থার কোনো একটার সাথেই সব সময় জড়িত থাকে। সুতরাং সৃষ্টির সাথে বান্দার ওঠাবসা, সহযোগিতা এবং সাহচর্যগ্রহণের ভিত্তি যেন হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবং তারঁ আনুগত্য। এটাই বান্দার সফলতা এবং সৌভাগ্যের চাবিকাঠি। এই নেক কাজ ও তাকওয়াই সম্পূর্ণ দ্বীনের সমষ্টি।
এ দুটি নামই একটি অপরটির বদলায় ব্যবহৃত হয়ে থাকে। এ ব্যবহৃত হওয়াটা হয়তো অন্তর্ভুক্ত হিসেবে, নয়তো আবশ্যিকভাবে। তবে অন্তর্ভুক্ত হওয়াটাই বেশি প্রাসঙ্গিক। কারণ নেক কাজ যেমন তাকওয়ার অংশ, তেমনি তাকওয়া ও নেক কাজের অংশ। সে হিসেবে এটা বলা যায়, আলাদাভাবে ব্যবহৃত হওয়ার সময়ও একটির মধ্যে অপরটির অস্তিত্ব থাকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভাল মৃত্যুর উপায় pdf বই ডাউনলোড
- অন্তহীন প্রহর pdf বই ডাউনলোড
- প্রতিদিনের নেক আমল pdf বই ডাউনলোড
- আবু দাউদ শরীফ ৩য় খন্ড pdf ডাউনলোড
- মিশকাতে বর্ণিত জাল জয়িফ হাদিস pdf বই ডাউনলোড
এর উদাহরণ হলো ঈমান ও নেক কাজ, দরিদ্রতা ও রিক্ততা, পাপাচার ও অবাধ্যতা।, খারাপ কাজ ও অশ্লীলতা ইত্যাদি এখানে উল্লেখকৃত প্রতিটি জোড়বদ্ধ শব্দ একটি অপরটির মধ্যে অন্তর্ভুক্ত এটি একটি গুরুত্বপূর্ণ নীতি, যা স্মরণ রাখলে মনের মধ্যে আষা অনেক সংশয় নিরসন হবে। আমরা এখন থেকে নেক কাজ ও তাকওয়ার অন্য কোনো উদাহরণ নিয়ে আলোচনা করব।
পাপহলো এমন শব্দ, যা সব ধরণের মন্দ কাজ এবং নিন্দনীয় চরিত্র বুঝিয়ে থাকে। সে হিসেবে ঈমানের প্রকাশ্য-অপ্রকাশ্য সকল শাখা নেক কাজের অন্তর্ভুক্ত । অর্থাৎ অভ্যন্তরীণ ও বাহ্যিক আমলের সাথে জড়িত সবকিছুই নেক কাজের অন্তর্ভুক্ত। তবে অধিকাংশ ক্ষেত্রে নেক কাজ বলতে অন্তরের সততা বোঝায়। ঈমানের স্বাদ লাভ করা, যাবতীয় আত্মিক ব্যাধি থেকে নিরাপদ থাকা, প্রফুল্লতা অনুভব করা, ঈমানী শক্তিতে বলীয়ান হওয়া, ঈমানী সজীবতা অনুধাবন করা ইত্যাদি।
ঈমানের এক ধরণের মিষ্টতা রয়েছে। যার অন্তর সেটা অনুভব করতে পারে না, সে হয়তো বেঈমান নয়তো তার ঈমান কমজোর। সে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ- বেদুঈনরা বলল, আমরা ঈমান আনলাম। বলো, তোমরা ঈমান আনোনি। বরং তোমরা বলো, আমরা আত্মসমর্পণ করলাম। আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে মুসাফিরের পাথেয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুল ফালাহ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 22.1 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | ইমাম ইবনুল কাইয়িম |
অনুবাদকঃ | আব্দুল্লাহ আল নোমান |