সৈয়দ বংশীয়দের ফজিলত pdf বই ডাউনলোড। সৈয়দ বংশীয়দের খেদমত করার পুরস্কার দা’ওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনার কিতাব “উয়ুনুল হিকায়ত”১ম খন্ডের ১৯৭ নং পৃষ্ঠায় রয়েছে, হযরত সায়্যিদুনা আবু আব্দুল্লাহ ওয়াকেদী কাযী বলেন: একবার ঈদের সময় আমাদের নিকট খরচের জন্য কোন টাকা-পয়সা ছিলো না, বড়ই অভাবে ছিলাম, সেই সময়ে ইয়াহিয়া বিন খালিদ বরমকী হাকিম ছিলেন।
দিন দিন ঈদ ঘনিয়ে আসতে লাগলো, আমাদের নিকট কিছুই ছিলো না, সুতরাং আমার এক সেবিকা আমার নিকট এসে বললো: “ঈদ ঘনিয়ে এসেছে, ঘরে টাকা-পয়সা তো কিছুই নাই। কোন একটা ব্যবস্থা নিন, যাতে পরিবারের সবাই ঈদের খুশিতে অংশীদার হতে পারে।” অতএব আমি আমার এক ব্যবসায়ী বন্ধুর নিকট গেলাম, তাকে আমার অভাবের কথা বললাম, তিনি
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
আমাকে তৎক্ষণাৎ এক থলে মোহর দিলেন, তাতে বারশ দিরহাম ছিলো। আমি সেগুলো ঘরে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দিলাম। তারা কিছুটা আশ্বস্ত হলো, যাক এবারের ঈদটা ভাল ভাবে কাটানো যাবে, আমি তখনো থলেটি খুলিইনি, এমন সময় আমার এক বন্ধু এলো, যিনি সৈয়দ বংশীয় ছিলেন।
তিনি আমাকে বললেন: “দিনগুলো বড়ই অভাবে যাচ্ছে, ঈদও সন্নিকটে, ঘরে খরচের কোন টাকা-পয়সাই নাই, সম্ভব হলে আমাকে কিছু ঋণ দিয়ে সাহায্য করুন।” বন্ধুটির কথা শুনে আমি স্ত্রীর নিকট গেলাম, তাঁকে আমার বন্ধুর সব কথা জানালাম। তিনি বললেন: “আপনার কী ইচ্ছা?” আমি বললাম: “আমি চাই যে, অর্ধেক টাকা সৈয়দজাদা বন্ধুকে ঋণ হিসাবে দিয়ে দিই, অর্ধেক আমাদের জন্য থাক।
তাহলে দুইজনই খরচ সামাল দিতে পারবো।” আমার এই কথা শুনে স্ত্রী ইশকে রাসূলে পরিপূর্ণ উক্তি করলেন, তাঁর কথা আমাকে খুবই অভিভূত করলো, বললো: “আপনার মতো একজন সাধারণ লোক বন্ধুর নিকট অভাব পূরণের জন্য হাঁক দিলে তিনি যদি আপনাকে বারশ দিরহামের থলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার নিকট দো- আলমের মুখতার, সায়্যিদে আবরার এর আওলাদগণের মধ্য হতে একজন শাহজাদা চাহিদা নিয়ে আসলেন।
আর আপনি তাঁকে অর্ধেক দিরহাম দিতে চান, আপনার ইশক বিষয়টি কীভাবে মেনে নিতে পারছে? সবকটি দিরহামই সৈয়দজাদার পদযুগলে উৎসর্গ করে দিন।” স্ত্রীর মুখে সৈয়দজাদার প্রতি ভালবাসাপূর্ণ উক্তি শুনে আমি সবকটি দিরহাম অত্যন্ত খুশি মনে আমার বন্ধুর হাতে তুলে দিলাম, তিনি দোয়া করতে করতে বিদায় নিলেন। সৈয়দজাদা বন্ধুটি ঘরে গিয়ে পৌঁছতে না
নিচে সৈয়দ বংশীয়দের ফজিলত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বয়ান বিষয়ক |
বইয়ের সাইজ | 6.00 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |