রাসূলের গোলামী তাকওয়ার মূলভিত্তি pdf বই ডাউনলোড। তাকওয়াবান বা খোদাভীরু হওয়ার জন্য ‘তাসদীক হুজুর করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুদয় কার্যাবলীর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা) কে শর্ত হিসেবে নির্ধারণ করার পর আল-কোরআনের কোথা ও অধিক ইবাদত ও রিয়াযত করার কথা উল্লেখ করা হয়নি। তাকওয়াবান হওয়ার জন্য নামাজ, রোজা, হজ্ব, যাকাত, সদকাত ইত্যাদি ইবাদতগুলোকে শর্ত হিসেবে দাঁড় করানো হয়নি।
বরং কোরআন করীম সুস্পষ্টভাবেই ঘোষণা করেছে যে, মুত্তাকী হওয়ার নিমিত্তে সকল ইবাদত ও রিয়াযত জরুরী তো বটেই। তবে তার কবুলিয়তের জন্য রিসালতে বিশ্বাস করাই হল প্রথম শর্ত। অর্থাৎ রেসালতের বিশ্বাস না করে যতই ইবাদত, রিয়াজত করা হোক না কেন আল্লাহ পাকের দরবারে তা কখনও গৃহীত হবে না ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
‘মুহাম্মদের প্রেমই প্রথম শর্ত সত্য দ্বীনের, এতে যদি হয় কোন ঘাটতি তাহলে সবই অপূর্ণ থেকে যায়।’
মৌখিকভাবে তো সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মেনে নেয়। তবে যে ব্যক্তি আন্তরিকভাবেই তার আনিত রিসালাত বিশ্বাসী হয়ে জীবনের প্রত্যেক ক্ষেত্রে তাঁর পুংখানুপুংখ ইত্তেবা বা অনুসরণের মাধ্যমে তারই গোলামিয়তকে সাদরে গ্রহণ করে নিতে পারে। সেই হয় প্রকৃত মুত্তাকী ।
পক্ষান্তরে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সম্পর্ক তৈরী থেকে বিমুখ থাকে, সে যত বড়ই হোক না কেন, মুত্তাকী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেনা । সুতরাং প্রমাণিত হল, তসদীক বিল কালব বা অন্তরের দৃঢ় বিশ্বাসের মাধ্যমে ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিয়ায়ে স্নান করে তার গোলামীত্ব বরণের মধ্যেই তাকওয়ার মূলমন্ত্র নিহিত রয়েছে।
কেউ যদি তাঁর রিসালতে অবিশ্বাস করে তথা পাশ কেটে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুত্তাকী হতে চায়, অত্র এ আয়াতে করীমার দৃষ্টিতে এমন ব্যক্তিকে মুত্তাকী বলা তো দুরের কথা, সাধারণ মুসলমান হিসেবেও গণ্য করা যাবে না। কেননা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে
নিচে রাসূলের গোলামী তাকওয়ার মূলভিত্তি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সনজরী পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 7.21 MB |
প্রকাশ সালঃ | ২০১০ সাল |
বইয়ের লেখকঃ | ড. তাহের আল কাদেরী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুহাম্মাদ সুলাইমান |