এখন যৌবন যার pdf বই ডাউনলোড। ইসলাম স্বভাবজাত ধর্ম। ইসলাম মানুষকে এমন জীবনব্যবস্থার কথা বলে যা সফলতার চূড়ান্ত গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়; বরং ইসলাম মানুষকে এমন চারিত্রিক গুণাবলিতে সজ্জিত করে, যা তাকে পবিত্র, নিরাপদ ও শান্তিময় জীবন পরিচালনার যোগ্যতা দান করে।
লজ্জাশীলতা ইসলামের শেখানো মৌলিক চরিত্রগুলোর অন্যতম। দ্বীন ইসলামে এর গুরুত্ব এতটাই বেশি যে, স্বয়ং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতাকে ঈমানের অর্ধাংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন :
الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ
‘লজ্জা ঈমানের অংশ।’*
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
লজ্জা ও ঈমান পরস্পরের এমন পরিপূরক যে, যে ব্যক্তির ঈমান থাকে তার মধ্যে লজ্জা অবশ্যই থাকবে। আর যে ব্যক্তির মাঝে লজ্জা নেই তার মধ্যে ঈমানের কমতি রয়েছে। মোটকথা লজ্জা একজন মুমিনের অপরিহার্য একটি গুণ। আজ আমরা চিন্তাস্বাধীনতার এমন এক অন্ধকারাচ্ছন্ন যুগ অতিবাহিত করছি, যেখানে ব্যাপকভাবে মানুষ নিজেদের ধর্মীয়, আধ্যাত্মিক ও পুণ্যময় উদ্দীপনাগুলো পদদলিত করে, সেগুলোকে কোনো বিরান ভূমিতে ছুড়ে ফেলে দিয়ে প্রবৃত্তির ঘোড়ায় চেপে বসছে এবং বস্তুপূজার দিকে দৌড়ে যাচ্ছে।
প্রবৃত্তির স্বাদ আস্বাদন ও খাহেশাতপূর্ণ জীবনকেই তারা প্রকৃত জীবন ভেবে নিয়েছে। প্রবৃত্তির বাসনা পূরণ করাকেই জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে। তারা মনে করে, মনোবাসনা পূরণ হতেই হবে, চাই তা যেভাবেই হোক না কেন। সুতরাং জৈবিক চাহিদা—যা মানুষের প্রবৃত্তিগত চাহিদাসমূহের প্রধান একটি—তা পূরণ করার প্রতিযোগিতায় মানুষ এমনভাবে মত্ত হয়েছে যে, লজ্জা ও শালীনতার গুণটিই বিলীন হয়ে গেছে।
নগ্নতা ও অশ্লীলতার এক তুফান—যার উৎপত্তি হয়েছে অমুসলিম সমাজ থেকে—তা আজ গোটা মুসলিম বিশ্বকে গ্রাস করে নিয়েছে। টিভি, ভিসিআর, ভিডিও সিডি, ডিশ, ক্যাবল, ইন্টারনেট প্রভৃতি বিষয়গুলো এমন এক শয়তানি মাধ্যম, যা কাফেরদের সাংস্কৃতিক আগ্রাসনকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। ফলে নির্লজ্জতা ও চরিত্রহীনতার ওই সকল দৃশ্য—যা ছিল বাতিলের বৈশিষ্ট্য—আজ মুসলমানদের মাঝেও সেগুলোর প্রচলন হয়ে গেছে।
নিচে এখন যৌবন যার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | উমেদ প্রকাশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজ | 21.0 MB |
প্রকাশ সালঃ | ২০২২ |
বইয়ের লেখকঃ | শাইখ যুলফিকার আহমাদ নকশবন্দি |
বইয়ের অনুবাদকঃ | আবু মিদফা সাইফুল ইসলাম |