১২ তাকবীরে ঈদের সালাত পড়া pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালা আমাদেরকে বছরে দুটি ঈদ দান করেছেন। আমরা ঈদুল ফিরত ও ঈদুল আদ্বহার দিন সকাল বেলা অতি উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সাথে ওজু গোসল করে সুন্দর জামা কাপড় ও উত্তম আতর মেখে ঈদের সালাত আদায়ের জন্য ঈদগাহে যাই। রাসূলুল্লাহ (সা.) ১২ তাকবীরে ঈদের সালাত আদায় করতেন।
তিনি প্রথম রাকাতে কিরাতের পূর্বে ৭ তাকবীর এবং দ্বিতীয় রাকাতেও কিরাতের পূর্বে ৫ তাকবীর মোট ১২টি অতিরিক্ত তাকবীর দান করতেন। প্রায় সকল সাহাবায়ে কেরাম, তাবিঈনে এজাম এবং মুজতাহিদ ইমামগণ ১২ তাকবীরেই ঈদের সালাত আদায় করে গেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
হাদীসের কিতাবসমূহে ১২ তাকবীরের পক্ষে বহু হাদীস রয়েছে। আবু দাউদ, তিরমিজী, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, সহীহ ইবনে খুযাইমা, দারাকুতনী, বায়হাকী, ইবনে আবী শাইবা, তাবরানী, দারামী, বাযযার, মুসান্নাফে আব্দুর রাজ্জাক প্রভৃতি কিতাবে ১২ তাকবীরের পক্ষে অনেক হাদীস ও আসার রয়েছে। শায়খ খলীলুর রহমান বিন ফজলুর রহমান (রহ.) ১২ তাকবীরের পক্ষে ১৫২ টি হাদীস উল্লেখ করে গ্রন্থ রচনা করেছেন।
ইমাম মালিক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ (রহ.) ১২ তাকবীরে ঈদের সালাতের পক্ষে ঐক্যমত পোষন করেছেন। ইমাম আবু হানীফা (রহ.) বলেছেন: “যখন কোনো সহীহ হাদীস পাওয়া যাবে তখন সেই সহীহ হাদীসই আমার মাযহাব বলে গণ্য হবে।” ১২ তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদীস সহীহ। তাই ইমাম আবু হানীফা (রহ.) এর দুই ছাত্র, ইমাম সাহেবের ডান হাত ও বাম হাত হিসেবে পরিচিত, ইমাম মুহাম্মদ ও ইমাম আবু ইউসুফ (রহ.) ১২ তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন ।
পবিত্র মক্কা-মদীনাসহ সমগ্র সৌদী আরব, কুয়েত, কাতার বাহরাইন, ডুবাই উমান, জর্দান লিবিয়া, মিশর, সিরিয়া, ইরাক প্রভৃতি মুসলিম দেশে ১ তাকবীরে ঈদের সালত আদায় করা হয়। পাকিস্থান ও ভারতের বহু ঈদগা ১২ তাকবীরে ঈদের সালাত আদায় করা হয়।
বাংলাদেশেও অনেক স্থানে ১২ তাকবীরে ঈদের সালাত অনুষ্ঠিত হয় রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, খুলনা, যশো ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাঈল, ঢাকা, গাজীপুর, নরসিংদী, চট্টগ্রা
১২ তাকবীরে ঈদের সালাত পড়া রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাত-৩ কুমিল্লা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ প্রভৃতি জেলায় ১২ তাকবীরে ঈদের সালাতে বড় বড় জামাত অনুষ্ঠিত হয়।
নিচে ১২ তাকবীরে ঈদের সালাত পড়া pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | এডুকেশন সিস্টেম সিলেট |
বইয়ের ধরণঃ | ঈদের সালাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.15 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | শাইখ মুনীরুদ্দীন আহমদ |
বইয়ের অনুবাদকঃ |