জাগরণের স্বপ্ন pdf বই ডাউনলোড। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে কাফিরদের প্রতি কঠোর ছিলেন এবং মুমিনদের প্রতি কোমল ছিলেন, ঠিক তেমনিভাবে আমাদেরকে কাফিরদের প্রতি কঠোর হতে হবে এবং মুমিনদের প্রতি কোমল হতে হবে। এ থেকে বিচ্যুত হওয়া হকের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণ হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের বাইরে অনুসরণীয় কোন আদর্শ নেই ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই শাশ্বত মানদণ্ডের বাইরে ব্যাপক ছাড়াছাড়ি ও বাড়াবাড়ি আমরা আজ সর্বত্র দেখতে পাচ্ছি। কেউ কেউ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী হওয়ার বিষয়টির অপপ্রয়োগ করে কাফিরদের প্রতিও ভালোবাসা ও কোমলতার মনোভাব প্রদর্শন করছে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
এমনকি আল্লাহ ও তাঁর রাসুলের প্রকাশ্য দুশমনদের প্রতিও সহমর্মীতা পোষণ করছে, যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ ও দ্বীনের সম্পূর্ণ বিপরীত, ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক।
বিকৃতি, বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনের এ যুগে কিছু মানুষ মুমিনদের প্রাপ্য আচরণ কাফিরদের সাথে করছে। তারা কাফিরদের দুঃখ-দুর্দশায় সমবেদনা প্রকাশে থাকে উদগ্রীব ; কিন্তু মুসলিম উম্মাহর দূর্দশার ব্যাপারে থাকে নিশ্চুপ ।
আবার মুসলিমদের মধ্যে এমন লোকও আছে যারা কাফিরদের প্রাপ্য কঠোর আচরণ মুমিনদের সাথে করছে। এ উভয় আচরণই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবায়ে কিরামের আদর্শের বিপরীত । এধরণের ব্যক্তিরা কাফিরদের প্রতি কঠোরতার পাশাপাশি মুসলিমদের অনেকের প্রতিও ঘৃণা ও বিদ্বেষ রাখছে । সামান্য মতবিরোধ কিংবা ভিন্ন মাসলাকের হলে তার প্রতি এমন মনোভাব প্রদর্শন করা হয়, মনে হয় যেনো সে আর ইসলামের উপর নেই।
এটা স্পষ্টভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের বিপরীত এটি উম্মাহর বিশুদ্ধতম জামাআত সাহাবায়ে কিরামের বৈশিষ্ট্যের বিপরীত। একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঈমানের গণ্ডিতে থাকবে, ততক্ষণ সে অপর মুমিনের ভাই এবং তার ইযযত-সম্মানের হানি করা অপর মুমিনের জন্য সুস্পষ্ট হারাম।
এ বিষয়টি এমন ভাইদের থেকেও দেখা যায়, যাদের থেকে এমন আচরণ প্রকাশ পাওয়া আমরা আশা করিনি, বিশেষ করে যারা এই দ্বীনের সুউচ্চ চূড়া ও মাজলুম ফরয জিহাদের চিন্তা লালন করেন এবং অনলাইনে বিভিন্নভাবে তা বাস্তবায়নের বাসনা প্রকাশ করেন। এমনকি জিহাদ নিয়ে লেখালেখিও করেন। নিশ্চয়ই তারা জিহাদকে ভালোবেসেই জিহাদের পক্ষে লেখালেখি করছেন। আল্লাহ তাদেরকে এই মাজলুম ফরজের সাথে যুক্ত রাখুন এবং সর্বোত্তম বিনিময় দান করুন ।
নিচে জাগরণের স্বপ্ন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.55 MB |
প্রকাশ সাল | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা যুবায়ের হোসাইন হাফি. |
বইয়ের অনুবাদকঃ | আব্দুস সাত্তার আইনী |