মৃত্যুশয্যায় শয়তানের ধোঁকা pdf বই ডাউনলোড। হাদীস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
احضروا موتاكم ولقنوهم “لا إله إلا الله” وبشروهم بالجنة، فإن الحليم من الرجال والنساء يتحير عند ذلك المصرع، وإن الشيطان أقرب ما يكون من ابن آدم عند ذلك المصرع.
‘তোমরা আসন্ন-মৃত্যু লোকদের (মুসলমান) কাছে উপস্থিত হইও।
তাদের ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর তালকীন করো। সুসংবাদ প্রদান করো বেহেশতের। কারণ, বড় জ্ঞানবান ও বিচক্ষণ মানুষও (পুরুষ-মহিলা) সেই কঠিন সময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। সুযোগ বুঝে শয়তানও সে মুহূর্তে অন্য সময়ের তুলনায় বেশি কাছাকাছি হয়।’ (কানযুল উম্মাল, খণ্ড ৮, পৃষ্ঠা ৭৮) হযরত উমর রাদিআল্লাহু আনহু বলেছেন,
احضروا موتاكم ،وذكروهم فإنهم يرون ما لا ترون
“তোমরা মরণাপন্ন লোকদের কাছে উপস্থিত হয়ো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
তাদের আল্লাহর নাম স্মরণ করিয়ে দিয়ো। এই জন্য যে, তারা সেই মুহূর্তে এমন এমন জিনিস দেখতে পায়, যা তোমাদের দৃষ্টিগোচর হয় না।’ (কানযুল উম্মাল, খণ্ড ৮, পৃষ্ঠা ১১১)
হযরত উমর রাযি.-এর অন্য এক বর্ণনা নিম্নোক্ত শব্দেও উল্লেখ আছে,
আর তাদের উপর ইবলীস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। ফলে তাদের মধ্যে মু’মিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল।’ (সূরা সাবা, আয়াত ২০)
এ ভিত্তিতেই ইবলীস বলেছে, ‘মানুষের ক্ষুদ্র অংশ নিঃশ্বাস বাকি থাকা পর্যন্ত আমি তার থেকে পৃথক হব না। আমৃত্যু তাকে ধোঁকা দিয়েই যাব; মিথ্যা আশা ও নানাবিধ ওয়াদার বেড়াজালে আটকিয়ে ।
কিন্তু আল্লাহ মেহেরবানও শয়তানের বিপরীতে দীপ্তভাষায় ঘোষণা
করেছেন, এই জন্য যে তারা কিছু একটা দেখতে পায় এবং তাদের কিছু বলা হয়ে থাকে।’ (কানযুল উম্মাল, খণ্ড ৮, পৃষ্ঠা ১১১) বাক্যটির উদ্দেশ্য সম্ভবত এই যে, শয়তান তাদের প্ররোচনা ও প্রণোদনামূলক কথাবার্তা বলে থাকে
হযরত হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া আলাইহিমাস সালামকে দুনিয়ার বুকে অবতরণ করালে শয়তান তৎক্ষণাৎ পৃথিবীতে নেমে এল উল্লাস প্রকাশের জন্য। আর গর্বভরা ভাষায় বলল, ‘যখন আমি ফুসলিয়ে ফেলেছি মাতা- পিতাকেই, তখন তাদের সন্তানসন্ততি তো অতিমাত্রায় দুর্বল।’ (তাদের ধোঁকা দেয়া কী আর কঠিন ব্যাপার!) এটিই ছিল শয়তানের ধারণা। যে ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
নিচে মৃত্যুশয্যায় শয়তানের ধোঁকা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | রাহনুমা প্রকাশনী |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 13.55 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুফতি মুহাম্মদ শফী রহ. |
বইয়ের অনুবাদকঃ | মুহাম্মদ নিজাম উদ্দীন |