আগামী বিপ্লবের ঘোষণাপত্র pdf বই ডাউনলোড। গোটা মানবজাতি যে আজ এক ভয়াবহ ধ্বংসলীলার মুখোমুখি এসে দাঁড়িয়েছে—এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত সত্য। তবে এই অবস্থার জন্যে কালের চক্র বা দৈবিক কোনো কারণ দায়ী নয়; বরং এটা তাদের নিজেদেরই কৃতকর্মের অনিবার্য পরিণতি। এখানেই শেষ নয়, এ অবস্থা চলতে থাকলে আরো চরম ও ভয়াবহ পরিণতি তাদের জন্যে অপেক্ষা করছে—বর্তমান অবস্থা সেই রকম পরিণতির পূর্বাভাস মাত্র।
এই দুরাবস্থার মূল কারণ হলো, মানবজাতির সত্যিকার উন্নতি, অগ্রগতির জন্যে যে নৈতিক মূল্যবোধ প্রয়োজন তা আজ তারা একেবারেই হারিয়ে ফেলেছে। এটা শুধু পৃথিবীর অনুন্নত কোনো অঞ্চলের চিত্র নয়; বরং উন্নতি ও অগ্রগতির দিক থেকে শ্রেষ্ঠত্বের দাবীদার পাশ্চাত্যজগতের নৈতিক ও আধ্যাত্মিক শূন্যতাও আজ সুস্পষ্টরূপে ধরা পড়ছে। বিশ্বমানবতাকে সঠিক পথে পরিচালিত করা তো দূরের কথা- এমন কোনো মূল্যবোধ কিংবা আদর্শ তাদের কাছে নেই, যা নিয়ে তারা নিজেরা পরিতৃপ্ত হতে পারে বা নিজেদের বিবেকের মুখোমুখি দাঁড়াতে
পারে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
তাদের মস্তিষ্কপ্রসূত গণতন্ত্র বিশ্বমানবতাকে সুখ-শান্তির পথ দেখাতে চরমভাবে ব্যর্থ হয়েছে, এমনকি আজ তারা নিজেরাও জানে না, সুখ- শান্তি নামক শ্বেত পায়রাটি কোথায় বাস করে। গণতন্ত্রের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা তারা পাশ্চাত্যেও চালু করতে শুরু করেছে। এদিকে প্রাচ্যের অবস্থাও মোটেই সুখকর নয়।
তারা একটি মৌল বিশ্বাসের ওপর রচিত মার্কসীয় দর্শনের ওপর তৈরী সমাজব্যবস্থার ফোলানো ফাঁপানো, মেকী রূপ সৌন্দৰ্য দেখিয়ে এক সময় পাশ্চাত্যের অসংখ্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলো। কিন্তু কালের চক্রে, আদর্শের ময়দানে মার্কসীয় মতবাদ আজ অনিবার্য পরাজয় বরণ করে নিয়েছে এবং নিতে বাধ্য। কারণ, এ মতবাদ সার্বিকভাবে মানুষের জন্মগত স্বভাব ও সৃষ্টিগত চাহিদার সম্পূর্ণ পরিপন্থী। এ কথা বললে মোটেও বাড়িয়ে বলা হবে না যে, বর্তমান বিশ্বে সত্যিকার মার্কসীয় দর্শনের ওপর প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রও নেই ।
দীর্ঘকাল ধরে কোনো অঞ্চলের মানুষ যদি কোনো স্বৈরাচার কিংবা একনায়কের নির্যাতনে নিষ্পেষিত হতে হতে অতিষ্ট হয়ে ওঠে তবে সেই সমাজের দিশেহারা মানুষেরাই এই ধরনের সস্তা বুলি গ্রহণ করতে পারে। হাস্যকর ব্যাপার হলো, আজকাল এ ধরনের বস্তুবাদী সমাজের লোকদের সমস্যা সমাধানেও এ ব্যবস্থা চরমভাবে ব্যর্থ হচ্ছে। অথচ বস্তুবাদই হলো মার্কসীয় অর্থনীতির মূল ভিত্তি। কম্যুনিষ্ট দেশগুলোর আদর্শগুরু রাশিয়াই আজ চরম খাদ্যাভাবের মুখোমুখি।
নিচে আগামী বিপ্লবের ঘোষণাপত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | পাঞ্জেরী ইসলামিক পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10.11 MB |
প্রকাশ সাল | ২০০৯ সাল |
বইয়ের লেখকঃ | সাইয়্যেদ কুতুব শহীদ |
বইয়ের অনুবাদকঃ | হাফেজ আবু তাসমিয়া |