খোদার ভাষায় নবীর মর্যাদা pdf বই ডাউনলোড। যোগ্যতা থাকুক আর নাই থাকুক, ইসলাম সম্পর্কে গবেষণাকারী, লিখক ও প্রকাশকের বর্তমানে অভাব নেই । ইহুদী ও খ্রিস্টান সম্প্রদায়দ্বয় যেমন তাদের প্রতি অবতীর্ণ কিতাবকে বিকৃত করেছিল, তেমনি ইসলামের ওপরও কম হামলা চলেনি, চলছেনা। কুরআনের শাব্দিক (1) বিকৃতি যদিও সম্ভব নয়, অর্থে বিকৃতি সাধনের অপচেষ্টা দীর্ঘ দিন থেকে শুরু হয়ে এখনো চলছে। খোদা তায়ালার শান ও নবীগণের মর্যাদা সম্পর্কে বিবিধ বাতিল মতবাদ ধর্মে সন্নিবেশিত করার অনেকের ঘৃণ্য প্রচেষ্টার নজীর বিশ্বে কম নয়।
কিন্তু, আল্লাহ তায়ালা ‘আহলে হকের’ মাধ্যমে প্রতিটি যুগে গোমরাহীর মুখোশ খুলে দিয়েছেন। এ কথা অনস্বীকার্য যে, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে ইসলামের প্রবক্তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রকৃত মর্যাদা সম্পর্কে জানতে হবে। খোদ নবীকুল সরদার সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “হে আবূ বকর, আমার হাকীকত সম্পর্কে একমাত্র আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামীন ব্যতীত অন্য কেউ অবহিত হতে পারে নি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
” প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের এ তাৎপর্যবহ বাণী থেকে একথা স্পষ্ট হয় যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের পরিচিতি অর্জন করতে হলে সর্বাগ্রে গভীরভাবে দেখতে হবে খোদা তায়ালা তাঁর হাবীবের কি পরিচয় দিয়েছেন। ইসলামে নবীর মর্যাদা সম্পর্কে লিখতে গিয়ে সম্প্রতি অধ্যাপক গোলাম আজম একটা পুস্তিকা বাজারজাত করেছেন।
সেটাতে তিনি আল্লাহর হাবীব, নবীকুল সরদার আপদমস্তক নূর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে তার মত একজন সাধারণ মানুষ হিসেবে দেখাতে আপ্রাণ চেষ্টা করেছেন (নাউজুবিল্লাহ)। অথচ কুরআন মজীদে খোদ আল্লাহ তায়ালা, যিনি তাঁকে আপন দস্তে কুদরতে সৃষ্টি করেছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের যথাযথ পরিচয় দিয়েছেন, “মানবীয় আবরণ সহকারে বিশ্বে
যখনই কারো পরিচিতি বর্ণনা করা হয় কিংবা করার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন বর্ণনাকরীকে সর্বাগ্রে তাঁকে ভালোভাবে চিনে ও জেনে নিতে হয় । উম্মতের কাণ্ডারী হুজুর করীম মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের মর্যাদা এতই উন্নত, মহান ও অসীম যে, কোন মানুষের যথাযথ উপলদ্ধির আওতায় তা আসতে পারে না। এ জন্যই বিশ্বকুল সরদার, উভয় জাহানের মুনিব মোহাম্মদ মোস্তফা আহমদ মোজতবা সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের মর্যাদার যথাযথভাবে বর্ণনা দেয়া সম্ভব নয়। এর উপমা হলো যেন দূরবীক্ষণ যন্ত্র ছাড়াই কোন তারকাকে প্রত্যক্ষ করার চেষ্টা করা ।
নিচে খোদার ভাষায় নবীর মর্যাদা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সনজরি পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 11.7 MB |
প্রকাশ সাল | ১৯৮৪ সাল |
বইয়ের লেখকঃ | ড. আল্লামা মুহাম্মদ আসলাম |
বইয়ের অনুবাদকঃ | মাওঃ মুহাম্মাদ আবদুল মান্নান |