উম্মতে মুস্তফার বিশেষত্ব pdf বই ডাউনলোড। প্রতিপালক! আমি এমন একটি উম্মতের আলোচনা পেয়েছি, যে লোকেরা আল্লাহ পাকের হামদ অধিকহারে করবে, সূর্যের প্রতি খেয়াল রাখবে (অর্থাৎ নামায এবং রোযার কারণে সর্বদা সূর্যের উদয় ও অস্তের হিসাব রাখবে। ইসলামে নামায, ইফতার, সেহেরী তো সূর্যের সাথে সম্পর্কীত কিন্তু স্বয়ং রোযা, ঈদ, হজ্ব ইত্যাদি চাঁদের সাথে, তাই মুসলানরা উভয়ের হিসেব রাখে এবং কোন সম্প্রদায় এই দু’টি
কাজ একত্রে করে না। (মিরাতুল মানাজিহ, ৫/৮))
এবং যখন কোন কাজের ইচ্ছা পোষন করবে তখন বলবে: “ আমি এই কাজটি করবো।” হযরত মূসা।
আরয করলেন: হে আমার প্রতিপালক! তাদেরকে আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ পাক ইরশাদ করেন: হে মূসা! তারা হলো আহমদে মুজতবা এর উম্মত। হযরত মূসা আরয করলেন: হে দয়ালূ রব! আমি তাওরাতে এমন এক উম্মতের আলোচনা পেয়েছি, যাদের দোয়া কবুল হবে এবং তাদের হকেও দোয়া কবুল করা হবে, তাদের সুপারিশ গ্রহন করা হবে এবং তাদের হকেও সুপারিশ গ্রহন করা হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
একথা বলে হযরত মূসা আরয করেন: ইলাহী! তুমি তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক ইরশাদ করেন: হে মূসা! তারা হলো আহমদে মুজতবা এর উম্মত। হযরত মূসা আরয করলেন: হে দয়ালূ রব! আমি তাওরাতে এমন একটি উম্মতের আলোচনা পেয়েছি, যারা উঁচুতে উঠার সময় আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করবে এবং যখন কোন উপত্যকায় নামবে তখন আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করবে, তাদের জন্য সমস্ত জমিন পাক হবে এবং তারা যেখানেই থাকবে সমস্ত জমিন তাদের জন্য নামায পড়ার উপযুক্ত হবে।
তারা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করবে, যেখানে পানি পাবে না, সেখানে মাটি দ্বারা পবিত্রতা অর্জন করা তাদের জন্য এমন হবে যেমন পানি দ্বারা করা হয় আর কিয়ামতের দিন অযুর প্রভাবে তাদের অঙ্গসমূহ ঝলমল করবে। একথা বলে হযরত মূসা আরয করলেন: হে আমার প্রতিপালক! তুমি তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও । আল্লাহ পাক ইরশাদ করেন: হে মূসা! তারা হলো আহমদে মুজতবা এর উম্মত।
হযরত মূসা আরয করবেন: হে দয়ালূ রব! আমি (তাওরাতে) এমন এক উম্মতের আলোচনা পেয়েছি যে, যখন তারা কোন নেক কাজ করার ইচ্ছা পোষন করবে তখন তাদের জন্য একটি নেকী লিখে দেয়া হবে, যখন তারা নেকী করে নিবে তখন তাদের নেকীকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হবে, যদি কোন গুনাহ করার ইচ্ছা পোষন করবে তখন তাদের জন্য কিছুই লিখা হয়না এবং যদি গুনাহ করে নেয়ে তখন তাদের জন্য শুধুমাত্র সেই গুনাহটিই লিখা হবে। একথা বলে হযরত মূসা * আরয করলেন: হে আমার প্রতিপালক! তুমি তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক ইরশাদ করেন: হে মূসা! তারা হলো আহমদে মুজতবা এর উম্মত।
নিচে উম্মতে মুস্তফার বিশেষত্ব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.14 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |