আসসলামু আলাইকুম, আশা করি ভালো মহান আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন! আপনার যারা বই কিনে ক্রয় করে পড়তে সামর্থ্যবান নয়, অথবা সামর্থ্য থাকলেও সময়ের অভাবে বই কিনে ক্রয় করে পড়তে পারেন না। আবার অনেকে আছেন, যারা প্রবাসে থেকে বই কেনার মত ইচ্ছা থাকলেও উপায় খুঁজে পান না বই ক্রয় করার জন্য। কারণ ডেলীভারী কে দিবে?
তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। টাকার জন্য কি বই পড়া বন্ধ থাকবে? অবশ্যই না! তবে হ্যাঁ, সামর্থ্যবান হলে অবশ্যই বই কিনে পড়ার চেষ্টা করবেন। একটা বই স্ক্যান, এডিট করে সাইটে আপলোড দেয়া যে কত পরিশ্রমের তা হয়তো যারা এই বিষয়ে কাজ করেন, তারাই বলতে পারবেন।













![রিয়াদুস সালেহীন ১ম খন্ড pdf বই ডাউনলোড [Text version] রিয়াদুস সালেহীন ১ম খন্ড pdf বই ডাউনলোড [Text version]](https://goonok.com/wp-content/uploads/2020/02/Screenshot_460-100x70.png)