ফিতনা pdf বই ডাউনলোড। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— এই উম্মাতের লোকজন ধন-সম্পদের পরীক্ষায় নিপতিত হবে। যেমন, কাব ইবনু ইয়াজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, “প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা রয়েছে। আর আমার উম্মতের ফিতনা হলো ধন-সম্পদ।’ অর্থাৎ, ‘প্রত্যেক জাতির জন্য একটা ফিতনা (পরীক্ষার বস্তু) আছে। আমার উম্মাতের ফিতনা হলো সম্পদ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— দুনিয়াটা অবশ্যই সুমিষ্ট ও চাকচিক্যময়। আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় তাঁর প্রতিনিধি বানিয়েছেন। এর মাধ্যমে তিনি দেখতে চান তোমরা কেমন কাজ করো। কাজেই (তোমরা) দুনিয়াকে ভয় করো এবং নারীদের (ফিতনা)-কেও ভয় করো। কারণ বনি ইসরাইলের প্রথম ফিতনা নারীদের মাঝেই সৃষ্টি হয়েছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-“তোমরা দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারী-জাতির ফিতনাকে ভয় করো; কারণ, বনি ইসরাইলের প্রথম ফিতনা ছিল নারী-জাতির ফিতনা। ইমাম ইবনুল যাওজি রাহিমাহুল্লাহ বলেন- ‘নারী-প্রেম ও নারী-আসক্তির প্রায়শ্চিত্ত বিভিন্ন প্রকার। কখনো ভোগ করতে হয় সঙ্গে সঙ্গে, কখনো দেরিতে, কখনো প্রকাশ পায়, কখনো তা প্রকাশ পায় না। আবার এর কিছু শাস্তি রয়েছে যা আক্রান্ত ব্যক্তি নিজেও বুঝতে পারে না।
তবে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে—
আল্লাহকে ভুলে যাওয়া ও ঈমান বিলুপ্ত হওয়া।
নারী-আসক্তি ও গুনাহের কারণে অন্তর মরে যায়।
যার ফলে সে আল্লাহর সঙ্গে মুনাজাতের স্বাদ আস্বাদন করতে
সক্ষম হয় না।
পবিত্র কুরআন তার অন্তরে অবস্থান করে না।
ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) সহ অন্যান্য ইবাদত তার কাছে অর্থহীন মনে হয়। আরো অনেক ধর্মীয় অবক্ষয় রয়েছে, যা তাকে আস্তে আস্তে গ্রাস করে নেয়, যা সে নিজে অনুধাবনও করতে পারে না। তার অন্তরের দিগন্তজুড়ে বিস্তৃত হয় গুনাহের অন্ধকার। নষ্ট হয়ে যায় তার অর্ন্তদৃষ্টি; শরীরেও যার প্রভাব পড়ে।
যেমন, চোখের দৃষ্টি চলে যায়, স্বাস্থ্যের অবনতি ঘটে ইত্যাদি।’ তাই অন্তরের মধ্যে গুনাহের আসক্তি উপলদ্ধি করার সাথে সাথে তাওবা করা উচিৎ, হয়তো-বা এর দ্বারা আসন্ন বিপদ দূরীভূত হয়ে যাবে।
নিচে ফিতনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| প্রকাশকঃ | আর রিহাব পাবলিকেশন |
| বইয়ের ধরণঃ | ফিতনা বিষয়ক বই |
| বইয়ের সাইজঃ | 60.00 MB |
| প্রকাশ সাল | |
| বইয়ের লেখকঃ | শারমিন জান্নাত |
| বইয়ের অনুবাদকঃ |






















