বুদ্ধির গল্প pdf বই ডাউনলোড। একবার এক আরব বেদুইনকে জিজ্ঞেস করা হল- আকল কাকে বলে? বেদুইন কিছুটা চিন্তা করে বললেন, আকল হল মানুষের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা ।
আরব বেদুইন বোধহয় ভুল বলেন নি। ‘আকল’ বলে একেই। তবুও ব্যাপারটির কিন্তু এত সহজে নিষ্পত্তি হয়ে যায় না। ‘আকলমানরা’ তা হতে দিতে পারেন না। পুরো বিষয়টা বুঝতে হলে কিছুটা বাড়তি ‘আকল’ খরচের প্রয়োজন পড়বে। অভিধান জানাচ্ছে তা হল- মেধা, বোধ, বুদ্ধি, জ্ঞান ও বোধশক্তি ।
এ আকলের পরিচয়ে এক বর্ণনায় বলা হয়েছে, ما به يتميز الحسن من القبيح والخير من الشر والحق من الباطل.
‘আকলের মাধ্যমেই সুন্দর-অসুন্দর, ভালো-মন্দ ও সত্য-মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করার সক্ষমতা অর্জিত হয়।’ এছাড়াও বিভিন্ন মনীষী আকল সম্পর্কে সুন্দর সুন্দর অভিমত ব্যক্ত করেছেন। সেগুলো জানলে মন্দ কী?
ইবরাহিম হারবি আহমাদ ইবনে হাম্বল রহ. থেকে বর্ণনা করেন, আকল মানুষের একটি স্বভাবজাত অপরিহার্য গুণ।
আরও ইসলামিক বই দেখুনঃ
হযরত মুহাসাবি বলেছেন, জীবনের আঁধার অনিশ্চিত পথে মানুষকে যে আলো পথ দেখায়, সেটাই মূলত আকল, মেধা ও বুদ্ধিমত্তা । প্রখ্যাত অনেকের অভিমত হল- আকল এমন একটি শক্তি যা দ্বারা মানুষ বিভিন্ন অবগত বিষয়ের প্রকৃতি-পরিচয়ের মধ্যে বিশ্লেষণ করে নিজের পথ সন্ধান করে নিতে পারে ।
কেউ কেউ বলেন, আকল হল একজন সুস্থ মানুষের অপরিহার্য জ্ঞান- এর দ্বারা সে সমাজ ও দীনের জায়েয বিষয়গুলোকে জায়েয এবং নিষিদ্ধ বিষয়গুলোকে নিষিদ্ধ হিসেবে বিবেচনা করতে সক্ষম হয় ।
আরও বলা হয়ে থাকে- আকল একটি অস্পর্শ আলোক, স্বচ্ছ অম্বুল এক পদার্থ- যা আড়াল থেকে মানুষকে পথ দেখায়। পরিচালনা করে।
মানব সম্প্রদায়ের আকল বা বুদ্ধিমত্তাকে প্রধানত চারটি স্তরে চিহ্নিত করা যায়।
১. আকল বলতে মানুষের এমন কিছু গুণ বা বৈশিষ্ট্যের বিদ্যমানতাকে বোঝানো হয়, যা দ্বারা সে অন্যসব প্রাণী ও জন্তু-জানোয়ার থেকে নিজের পার্থক্যকে নির্ধারণ করে নিতে পারে। মানুষের বিচিত্র ধরনের নতুন নতুন জ্ঞান চিন্তা-চেতনা ও মতাদর্শ লালন এবং সেগুলো প্রয়োগের মাধ্যমে গৃহশিল্প জীবনের নানান বিষয়ে অগ্রগতি- এ প্রথম প্রকার আকলেরই প্রতিফল । ২. মানুষের স্বভাবজাত জ্ঞান ও বুদ্ধিমত্তা ।
৩. বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত নানা ধরনের জ্ঞান ও প্রজ্ঞা ।
৪. তীক্ষ্ণ হিরকধারের মতো সেই বিশেষ বুদ্ধিমত্তা, যা সাময়িক ও তাৎক্ষণিক উপভোগ্যতার মোহ কাটিয়ে দেয়। পথ দেখায় অনতিদূর চিরন্তন সুন্দর সফলতার। এ চার ধরনের আকল বা বুদ্ধিমত্তার মধ্যে দ্বিতীয় প্রকারটি শুধু মানুষের স্বভাবজাত। এটি অর্জন বা বর্জন করার কিছু নেই। এটি মানবস্বভাবের অন্তর্গত।
নিচে বুদ্ধির গল্প pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
| প্রকাশকঃ | রাহনুমা প্রকাশনী |
| বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
| বইয়ের সাইজঃ | 5.17 MB |
| প্রকাশ সাল | ২০১৪ সাল |
| বইয়ের লেখকঃ | মাওলানা শামীম আহমাদ |
| বইয়ের অনুবাদকঃ |























