দাজ্জাল ও ইসলাম
দাজ্জাল ও ইসলাম pdf বই ডাউনলোড। দাজ্জাল শব্দটি আরবী শব্দ। যার বাংলা হলো ধোঁকা বা প্রতারণা। দাজ্জাল শব্দের অর্থ হলো, ধোঁকাবাজ বা প্রতারক।
আখেরী যামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। হাদীসের মধ্যে রাসূল সাঃ দাজ্জালের আগমণ কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত হিসাবে উল্লেখ করেছেন। মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
আরও দেখুনঃ ২৮ টি কুফরী বাক্য pdf বই
আল্লাহ পাক রাব্বুল আলামিন নূহ আঃ এর পর থেকে দুনিয়াতে যত নবী রাসূল সাঃ পাঠিয়েছেন তারা সবাই তাদের উম্মতের সকল লোককে দাজ্জাল সম্পর্কে অবগত করেছেন। তারই সূত্রধরে মানবতার শান্তির দূত মহানবীও সাঃ তার উম্মতদের এ দাজ্জাল সম্পর্কে অবগত করেছেন।
ইবনে উমার রাঃ বর্ণনা করেন, একদা নবী সাঃ দাড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা কররেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবীই তাদের উম্মাতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। কিন্তু আমি তোমাদের কাঝে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোন নবীই তাঁর উম্মাতকে বলেন নাই। তা হলো দাজ্জাল অন্ধ হবে। আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। (সহীহ বুখারী-২/২৬০৭)
আরও দেখুনঃ মুনাফিকের আলামত pdf বই
এ সব হাদীসে রাসূল সাঃ বলেন যে, দাজ্জাল অন্ধ হবে। আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। এর অর্থ কি? এর অর্থ হলো, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবী করবে। অথচ সে হবে অন্ধ বা কানা। রাসূল সাঃ “আমাদের মহান আল্লাহ অন্ধ নন” এ কথা বলে বুঝাতে চাচ্ছেন সে আল্লাহ দাবী করবে কিন্তু সে আল্লাহ নয়। কারণ আল্লাহ সকল প্রকার দোষ থেকে মুক্ত।
উল্লিখিত হাদীস থেকে এ কথা বুঝা যায়। কোন কোন হাদীসে বরা হয়েছে দাজ্জাল অন্ধ হবে। কোন হাদীসে আছে তার ডান চোখ অন্ধ হবে। আবার কোন হাদীসে আছে তার বাম চোখ হবে অন্ধ। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদীসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণীত হয়েছে।
নিচে দাজ্জাল ও ইসলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ফিকহে হানাফী রিসার্চ সেন্টার বইয়ের ধরণঃ দাজ্জাল বিষয়ক বইয়ের সাইজঃ 2.24 MB প্রকাশ সালঃ ২০১৭ ইং বইয়ের লেখকঃ মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ