আসসলামু আলাইকুম, আশা করি ভালো মহান আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন! আপনার যারা বই কিনে ক্রয় করে পড়তে সামর্থ্যবান নয়, অথবা সামর্থ্য থাকলেও সময়ের অভাবে বই কিনে ক্রয় করে পড়তে পারেন না। আবার অনেকে আছেন, যারা প্রবাসে থেকে আরবী টু বাংলা কোরআন শরীফ বই কেনার মত ইচ্ছা থাকলেও উপায় খুঁজে পান না বই ক্রয় করার জন্য। কারণ ডেলীভারী কে দিবে?
তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। টাকার জন্য কি আরবী টু বাংলা কোরআন শরীফ বই পড়া বন্ধ থাকবে? অবশ্যই না! তবে হ্যাঁ, সামর্থ্যবান হলে অবশ্যই আরবী টু বাংলা কোরআন শরীফ বই কিনে পড়ার চেষ্টা করবেন। একটা বই স্ক্যান, এডিট করে সাইটে আপলোড দেয়া যে কত পরিশ্রমের তা হয়তো যারা এই বিষয়ে কাজ করেন, তারাই বলতে পারবেন।