Polygamy pdf বই ডাউনলোড। দেখুন এতে একটি গুরুত্বপূর্ণ কথা হল যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরঁ আনিত ইসলামে এটা প্রথম শুরু হয়নি। এবং এই পদ্ধতিটা মহিলা সমাজের মধ্যে একটি সাধারণ ব্যাপার ছিল, একটি সাধারণ কর্ম ছিল; এমনকি বহু ধর্মীয় গ্রন্থেও যার প্রমাণ আপনি পাবেন। আপনি দেখুন।
আরবে ইসলাম আসার পূর্বে মহিলাদের বিয়ে করার কোন সীমাবদ্ধতাও ছিলনা। বরং ইসলাম এসে এই বিষয়টির উপর প্রতিবন্ধকতা আনল, বিষয়টিকে নিয়ন্ত্রিত করলো এবং একটা নিয়মের মধ্যে বেধেঁ দিল।
আপনি ইতিহাস ঘাটঁলে দেখতে পাবেন, আরবে এটা সাধারণ ব্যাপার ছিল যে, কারও ১০ জন স্ত্রী থাকতো, কারও ১৫ জন স্ত্রী থাকতো। কিন্তু ইসলাম বলল, সর্বাধিক চারটি স্ত্রী রাখতে পারো, তাও যদি তুমি সবার সাথে সমতা বজায় রাখতে পারো তবেই।
আরও দেখুনঃ কি হবে বেচেঁ থেকে pdf বই ডাউনলোড
যেমন উদাহরণ হিসাবে খৃষ্টানদের বাইবেলে কিছু প্রমাণ পাবেন, যেখানে কিছু চরিত্রে একের বেশী স্ত্রী ছিল; যেমন-আব্রাহামের একের বেশী স্ত্রী ছিল, সালেমানের ছিল ১০০টি স্ত্রী। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থেও এরকম অনেক প্রমাণ পাওয়া যায়; যেমন-রামের পিতা দশরথের একের বেশী স্ত্রী ছিল, এরকম আরও অনেক চরিত্র রয়েছে, যেমন কৃঞার একের বেশী স্ত্রী ছিল।
বহু বিবাহ আসলে কেমন?
তাহলে এটা শুধু ঐতিহাসিক ভাবেই নয়, বরং ধর্মগ্রন্থেও রয়েছে। বরং ইসলাম এই ব্যাপারটাতে বিপরীতভাবে প্রতিবন্ধকতা এনেছে যে, একজন সর্বাধিক চারটেই বিয়ে করতে পারে, তার বেশী নয়; আর এইভাবে ইসলাম বহুবিবাহের ক্ষেত্রে একটা সীমাবন্ধতা এবং নিয়ন্ত্রণ নিয়ে এসেছে।
আরও দেখুনঃ নাভীর নিচের লোম কাটা pdf বই ডাউনলোড
ইয়াসির খান বলেন: কিন্তু আপনার কী মনে হয় না এটা মহিলাদের উপর এক ধরণের অত্যাচার? একজন স্ত্রী থাকা সত্ত্বেও আপনি দ্বিতীয় স্ত্রী ঘরে আনলে, এতে তার অধিকার কিছু কেড়ে নেওয়া হচ্ছে না কী?
যায়িদ প্যাটেল: বলেন কোন একটা জিনিস যখন আমরা জানতে পারি যে তা আবশ্যই উপরওয়ালার তরফ থেকে, তখন সেই বিষয়টি যদি আমাদের জ্ঞান নাও ধরতে পারে, যতি আমাদের বিশ্লেষণ সেটাকে সমর্থন নাও করে, সেটা যদি নিশ্চিত আল্লাহতায়ালার তরফ থেকে হয়, তাহলে সেটা অবশ্য অবশ্যই সঠিক।
আরও দেখুনঃ তালীমুল জিহাদ pdf বই ডাউনলোড
নিচে Polygamy pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সন্ধানী পাবলিকেশন বইয়ের ধরণঃ বিষয়ক বইয়ের সাইজঃ 12.8 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ মিজানুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ