আত্মবিশ্বাস pdf বই ডাউনলোড । একটি আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনা শুরু করবো। ঘটনাটি খুবই বিস্ময়কর। সাথে সাথে এটা আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসীদের বিরুদ্ধে শক্ত দলিল ও বটে। এর মাধ্যমে নাস্তিকদের সাথে আমাদের সালাফদের পূর্বসুরিদের আচরণের একটা ধারণা পাওয়া যাবে ।যে, নাস্তিকদের সাথে আমাদের সালাফদের ব্যবহার কী ধরনের ছিলো! নাস্তিকদের অস্তিত্ব কি পূর্বেও ছিল! সালাফগন কীভাবে তাদের মুকাবেলা করতেন? বর্তমানেও কি নাস্তিকদের অস্তিত্ব আছে? তাহলে আমরা কীভাবে তাদের মুকাবেলা করবো?
বর্তমান সময়ে নাস্তিকদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে তাদের প্রচারণা-প্রতারণাআর মানুষের মধ্যে সংশয়-বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা। বিভিন্ন সেমিনারে, টেলিভিসনের বিভিন্ন চ্যানেলে এবং ইন্টারনেটে বিভিন্ন সেমিনারে, টেলিভিসনের বিভিন্ন চ্যানেলে এবং ইন্টারনেটে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা মানুষের মধ্যে সংশয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আবু দাউদ শরীফ ১ম খন্ড pdf ডাউনলোড
- ইমাম আবু হানিফা ও হাদিসশাস্ত্র pdf বই ডাউনলোড
- উম্মাহর কিংবদন্তিরা pdf বই ডাউনলোড
- হযরত আবু বকর রাঃ pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
সুতরাং তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? তাদের সাথে আচরণ-উচ্চারণের ক্ষেত্রে কীভাবে আমরা সালাফদের বর্ণিত ঘটনাগুলো শিক্ষা গ্রহণ করবো? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সুমানিয়া সম্প্রদায়ের কয়েকজন লোকের সাথে মুনাযারা করলেন।
(সুমানিয়া হল এক নাস্তিক-জনগোষ্ঠী, ) যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না; তারা মনে করে গ্রহ-নক্ষত্রেভরা এই বিশাল আকাশ এবং নদী-নালা গাছ-পালা পাহাড়-পর্বত ও পশুপাখি সমেত এই বিস্তৃত ভুপৃষ্ঠ এমনি এমনিই হঠাৎ করে সৃষ্টি হয়ে গেছে; এগুলোর কোনো স্রষ্টা নেই, এগুলো সৃষ্টির পিছনে কোনো সৃষ্টিকর্তার হাত নেই।
দ্বিপাক্ষিক দীর্ঘ বিতর্কের পরও যখণ কোনো সিদ্বান্তে পৌছাঁ গেল না তখন উভয় পক্ষই এই সিদ্ধান্ত একমত যে, আগামীকাল সকলেই আমিরের দরবারে সমবেত হবে এবং সেখানে তাদের বিতর্কের ইতি টানবে। পরদিন সকালে নির্ধারিত সময়ের মধ্যেই নাস্তিকরা আমিরের দরবারে এসে হাযির হল; কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সময়মত উপস্থিত হন নি। তিনি ইচ্ছে করেই কিছু সময় দেরি করলেন। এদিকে নাস্তিকরা এসে যখন আবু হানিফা রহিমাহুল্লাহ কে পেলো না; তারা তার আসতে বিলম্ব হতে দেখে হৈচৈ শুরু করে দিল।
এবং আবু হানিফা রহিমাহুল্লাহ-এর অনুসারীদের অবজ্ঞা করে বলতে লাগলো, কোথায় তোমাদের আলেম? কোথায় তোমাদের আবু হানিফা? সে দেরি করছে কেনো? সে তো ওয়ালা লঙ্ঘণ করছে। তোমরা কি এমন লোকের অনুসরণ করো; এমন লোককে তোমাদের নেতা মনে করোয়ার ওয়াদাই ঠিক নেই; যে কথা দিয়ে কথা রাখে না, সময় মত আমাদের মজলিসে উপস্থিত হয় না, ইত্যাদি বিভিন্নভাবে তারা মুসলমানদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিলো।
নিচে আত্মবিশ্বাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আর-রিহাব পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 46.6 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী |
অনুবাদকঃ | রাসেদুল আলম |