আন্দামান ষড়যন্ত্র pdf বই ডাউনলোড। বুঝলাম, হোটেলে সাহারা থেকে তোমাদের উদ্ধারের কাহিনী এ জন্যেই তাহলে চেপে গেছ এতদিন। দারুন রোমান্টিক কাহিনী বলল সুষমা রাও। সোফায় শাহ বানুর গলা জড়িয়ে ধরে বসে সুষমা। শাহ বানু গলা থেকে সুষমার হাত সরিয়ে দিয়ে বলল, বাচাঁ-মরার লড়াইয়ের মধ্যে রোমান্টিকতা কোথায় পেলে? বল কি তুমি রোমান্টিকতা নয়?।
দোতলা থেকে স্বপ্ন-নায়কের কোলে ঝাপিয়ে পড়া, তা কাধেঁ চলে প্রাচীরে ওঠা, তার হাতে ঝুলে নিচে নামা, ইত্যাদি রোমান্টিক নয় বলে মনে কর? আমি ঝাপিঁয়ে পড়িনি। দড়িই মই ছিড়ে পড়ে গিয়েছিলাম। এভাবে পাথরের উপর পড়লে বড় রকমেম কিছু ঘটতে পারতো।
আরও দেখুনঃ ইসলামের ইতিহাস ১ম খন্ড pdf বই ডাউনলোড
তিনি আমাকে বাচিয়েছেন। আর প্রাচীর পার হওয়ার সময় যা ঘটেছে, ওরকম বিপদে এর চেয়েও বেশি কিছু ঘটতে পারে। আপতকালীন এসব বিষয় কেউ মনে রাখে না, মনে রাখার মত নয়। এখানে রোমান্টিকতা খোজাঁ পাগলামি ছাড়া আর কিছু নয়। বলল শাহ বানু। মনে রাখে না বলল, আচ্ছা বলত, ঐ ঘটনা তুমি আমৃত্য ভুলতে পারবে ?।
সাইমুম সিরিজের আরেকটি লেখা ।
মনে রাখা মানে আমি স্মরণ রাখা অথৈ বলিনি। বলেছি, মানুষ এমন ঘটনা রঙ্গিন অর্থাৎ রোমান্টিক চোখে দেখে না। সে রকম দেখা একবারেই অস্বাভাবিক্ শাহ বানু বলল। তোমার সাথে এ নিয়ে তর্ক করবো না শাহ বানু। তবে বলব, চোখের পানিতে সুখের স্বপ্ন প্রতিবিম্বিত হতে পারে।
আরও দেখুনঃ সত্যের সেনানী pdf বই ডাউনলোড
হতাশার ঘনঘটার মধ্যে জীবনের প্রদীপ দীপ জলে উঠল বা দুজীবনের মিলনের বীজ অংকুরিত হতে পারে। তুমি মানতে না চাইলেও এর লাখো দৃষ্টান্ত আছে পৃথিবীর ইতিহাসে। বলল সুষমা রাও। দেখ সুষমা, পৃথিবীতে আহমদ মুসা আজ একজনই আছেন। তিনি তোমার ঐ লাখোর মধ্যেকার একজন নন্ তাই তোমার দৃষ্টান্ত অচল এখানে আমি জানি শাহ বানু।
আহমদ মুসা ভাইকে এই কথার বলার সাহস আমার নেই। আমি বলছি তোমার কথা। তোমার হৃদয়ের কথা। শাহ বানুর মুখ রাঙাা হয়ে উঠেছিল। কিন্তু পরণেই যন্ত্রণার এক কালো ছাড়া এসে তা গ্রাস করে নিল। বলল শাহ বানু গম্ভীর কন্ঠে, কিন্তু আমাকে বলছ কেন? কারণ তোমার মুখে অমূল্য অনুরাগের এক রাঙা রুপ আমি বার বার দেখেছি। কিছুক্ষন আগে ভাইয়ার সাথে কথা বলার সময় দেখেছি এবং এইমাত্রও দেখলাম।
আরও দেখুনঃ অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহ pdf বই ডাউনলোড
নিচে আন্দামান ষড়যন্ত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সাইমুম সিরিজ বইয়ের সাইজঃ 1.47 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ