আল বিদায়া ওয়ান নিহায়া ৬ষ্ঠ খন্ড
আল বিদায়া ওয়ান নিহায়া ৬ষ্ঠ খন্ড পিডিএফ ডাউনলোড। নবী করীম সাঃ এর স্মৃতি চিহ্নসমূহ, জীবদ্দশায় তাঁর বিশেষভাবে ব্যবহৃত পরিধেয়, অস্ত্রশস্ত্র ও বাহনসমূহ ও তাঁর ব্যবহৃত আংটি প্রসঙ্গঃ আবূ দাঊদ তাঁর সুনান গ্রন্থে এ প্রসঙ্গে একটি স্বতন্ত্র অধ্যায় সংযোজন করেছেন। এখানে আমরা তাঁর মুখ্য আলোচনা উপস্থাপন করব। এবং তার সাথে কিছু অতিরিক্ত সংযোজন করবো। আর আমরা যা কিছু উল্লেখ করবো, সে ক্ষেত্রে তাঁরই উপর নির্ভর করবো।
আবূ দাউদ বলেনঃ আব্দুর রহিম ইবন মুতাররিফ আররুআসী… আনাস ইবন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূল সাঃ যখন কোন কোন অনারব রাজা-বাদশার কাছে পত্র লিখতে মনস্থ করলেন, তখন তাঁকে বলা হল। তাঁরা তো সীলমোহর ব্যতীত কোন পত্র পাঠ করেন না। তাই তিনি রূপার একটি আংটি বানিয়ে তাতে (রাসূলুল্লাহ আরবীতে) খোদাই করে নিলেন। হাদীসখানে এভঅবেই রিওয়ায়েত করেছেন আবদুল আলা ইবন হাম্মাদ… কাতাদাস সনদে।
আরও ইসলামিক বই দেখুন:
- আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড pdf ডাউনলোড
- আল বিদায়া ওয়ান নিহায়া ৪র্থ খন্ড pdf ডাউনলোড
- আল বিদায়া ওয়ান নিহাআ ৫ম খন্ড পিডিএফ
- আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খন্ড pdf ডাউনলোড
- আল বিদায়া ওয়ান নিহায়া ১০ম খন্ড pdf ডাউনলোড
বইটি তে Interactive Link সংযোজন করা হয়েছে। আল বিদায়া বইটি ইসলামের ইতিহাস নিয়ে সর্বমোট ১৪ খন্ডের একটি পুস্তক।
যা ইসলামের ইতিহাস জানার জন্য খুবই উপযোগী এবং বিশ্বস্ত একটি বই। আল বিদায়া ওয়ান নিহায়ার বইটি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ২০০০ সালে প্রকাশ হয়েছিল, এখনো পর্যন্ত বইটির জনপ্রিয়তা কমেনি।
প্রতিটি বইয়ের ঘটনা ও ইতিহাসগুলি সহজ সরল বাংলা ভাষায় রচিত হয়েছে বিধায় ইসলামের ইতিহাস নিয়ে এই বইটি এখনো সবার সেরা বই গুলির একটি। বইটি আলেম সমাজের সবার নিকট খুবই জনপ্রিয় হওয়ার কারণে তাদের সবার কাছেই এই বই পাওয়া যায়।
নিচে আল বিদায়া ওয়ান নিহায়া ৬ষ্ঠ খন্ড বই এর সূচীপত্র ও ডাউনলোড লিঙ্ক দেওয়া হলোঃ
মূল লেখকঃ আবুল ফিদা হাফিজ ইব্ন কাসীর আদ-দামেশ্কী (র.) প্রথম প্রকাশঃ সর্বশেষ প্রকাশঃ বইয়ের ধরণঃ ইসলামের পূর্বের ও বর্তমান ইতিহাস সাইজঃ 27.1 MB প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ