ইকবাল প্রতিভা pdf বই ডাউনলোড। ইকবাল-পরিচিতির লেখক প্রফেসর গোলাম রসুল সাহেবকে বহুদিন আগে থেকেই চিনি। তিনি বয়সে তরুণ, কিন্তু জ্ঞানে প্রবীণ। ইসলামের আদর্শ ও ভাবধারার সঙ্গে তিনি যতখানি পরিচিত হয়েছেন, তরুণ বাঙ্গালী মুসলিম কবি-সাহিত্যিকদের মধ্যে সেরুপ খুব কমই দেখা যায়। ইকবাল শুধু কবি নন, দার্শনিকও । কাজেই, তাকেঁ বুঝতে হলে শুধু ভাব-বিলাসী হলেই চলবে না, দার্শনিক দৃষ্টিভঙ্গীরও প্রয়োজন হবে।
ইকবালের কাব্য-দর্শন সম্বন্ধে কিছু বলতে গেলেও দর্শন-মনা না হলে নতুন কিছুই বলা যাবে না। পাশ্চাত্য দর্শনের মুকাবেলায় ইসলামী দর্শনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সহজগাধ্য নয়। সুখের বিষয়, ইকবাল সেই কঠিন কাজই করে গেছেন।
আরও দেখুনঃ আল্লামা ইকবাল জিবনী pdf বই ডাউনলোড
পাশ্চাত্য দর্শনের গলদ কোথায়, তা তিনি সার্থকভাবেই দেখিয়ে গেছেন। ইকবালের দৃষ্টি ও ধ্যান-ধারনা সম্বন্ধে বাংলা ভাষার পরিচয় দেওয়া একই কারণে সহজ নয়। গোলাম রসুল সাহেব সে পরিচয় দিতে সক্ষম হয়েছেন দেখে খুশী হয়েছি। কুরআন শরীফ-এর পরিপ্রেক্ষিতে এবং বর্তমান দার্শনিক মতবাদের আলোকে তিনি ইকবাল-কাব্যের ও ইকবাল-চিন্তাধারার যে বিশ্লেষণ করেছেন, তা খুবই উপভোগ্য হয়েছে।
তিনি কেমন ব্যক্তি ছিলেন।
নানাদিক থেকে তিনি ইকবালকে দেখিয়েছেন। ইকবালকে চিনবার জন্য বাংলা ভাষায় এই ধরণের প্রচেষ্টা সম্ভবত: এই-ই প্রথম। গভীর দরদ দিয়ে আন্তরিকতার সঙ্গে তিনি ইকবাল- কাব্যের আলোচনা করেছেন। আলোচনা কোথাও শালীনতা হারায় নি সর্বত্রই লেখকের তীক্ষ্ম অন্তর্দৃষ্টির স্বাক্ষর আছে। যে ভাষা এবং ভঙ্গীতে দার্শনিক বিষয় আলোচিত হওয়া উচিত, ইকবাল- পরিচিতিতে সেই ভাষা ও সেই দৃষ্টিভঙ্গীই আছে।
আরও দেখুনঃ বাদশাহ আলমগীর pdf বই ডাউনলোড
ইকবালের বিপ্লবী চিন্তাধারা মুসলিম জগতে এনেছে এক অভুতপূর্ব নব-জাগরণ। মুসলিমের খুদীতে লেগেছে আগুণের ছোয়াঁ। প্রদীপ্ত চেতনায় সে উঠেছে জেগে। মুসলিম মনে আজ যে নতুন জীবন-চাঞ্চল্য দেখা যায়, তার মূলেও আছে ইকবালের জ্যোতির্ময়ী বাণী। বস্তুতঃ ইসলামের কাব্যরূপ যে কত সুন্দর, বলিষ্ঠ ও দুর্বার হতে পারে, এ যুগ ইকবাল তা জগতকে দেখিয়েছেন।
নিতান্ত দুঃখের বিষয় বাংলা মুসলমান ইকবাল-কাব্যের সহিত এখনও সম্যক পরিচিত হয়ে উঠেনি, ইকবালের বিশ্ব ও জীবন-বোধের সঙ্গে পরিচিত হওয়া যে মুসলমানদের কত প্রয়োজন, তা প্রত্যেক চিন্তাশীল ব্যক্তিই বুঝবেন। সুখের বিষয়, এই প্রয়োজনের দিকে অধ্যাপক গোলাম রসুল ইকবাল-পরিচিতি। নিয়ে কওমের দুয়ারে হাযির হয়েছেন। এইজন্য তাকে দেই আমার অকুণ্ঠ মুবারকবাদ।
আরও দেখুনঃ ইমাম আযমের কাহিনী pdf বই ডাউনলোড
নিচে ইকবাল প্রতিভা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.3 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মোহাম্মাদ গোলাম রসুল |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।