ইকামাতুস সালাত
ইকামাতুস সালাত pdf বই ডাউনলোড। আর রাসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাক। (সূরা আল-হাশরঃ ৭)। অতএব, ইবাদাতের সকল বিষয় কেবল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই গ্রহণ করতে হবে।
কেননা, এ উম্মতের ইবাদাতের সব বিষয় মহান আল্লাহ কেবল তাকেঁই জানিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে বলেন- আমাকে যেভাবে সালাত পড়তে দেখ সেভাবে সালাত পড়। (বুখারী-১/৮৮, অধ্যায়-মুসাফির যখন জামায়াতবদ্ধ হবে তখন তাদের আযান ও ইকামাত)
আরও দেখুনঃ ঈমানের ৭৭টি শাখার আলোচনা pdf বই ডাউনলোড
আল কুরআনের পাতায় ইবরাহীম আলাইহিস সালামের একটি দুআ এভাবে অলংকৃত হয়েছেঃ এবং আমাদেরকে দেখিয়ে দিন আমাদের ইবাদাতের বিষয়সমূহ। অর্থাৎ ইবাদাত হবে না কখনো মনগড়া, ইবাদাত হতে হবে কেবল আল্লাহর দেয়া বিধান অনুযায়ী।
একটি প্রসিদ্ধ হাদীসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- তোমাদের ইবাদাতের বিষয়াবলী আমার থেকে গ্রহণ কর। [মুসলিম-১/৪১৯, অধ্যায়-জামরাতুল আকাবা নিক্ষেপ]। উক্ত হাদীসে বর্ণিত শব্দটি বিশেষভাবে হজ্বসংক্রান্ত ইবাদাতসমূহ এবং ব্যাপকভাবে সব ধরণের ইবাদাতকে বুঝায়।
আরও দেখুনঃ ঈদুল ফিতর ও যাকাতুল ফিতর pdf বই ডাউনলোড
উপরোক্ত আয়াত ও হাদীস থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলো ইবাদাতের কোনো বিষয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অপর কারো থেকে নেয়া যাবে না। এমনটা করা হলে তা কী ধরণের পরিণাম ডেকে আনবে আল কুরআনে তা এভাবে বর্ণিত হয়েছে- যারা তারঁ রাসুল আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে।
তাদের উপর কোনো বিপর্যয় আপতিত হবে অথবা আপতিত হবে তাদের উপর কোনো যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। সুরা আন-নূর-৬৩। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- আমাদের এই (দ্বীন) বিষয়ে যে এমন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয় তবে তা প্রত্যাখ্যাত হবে। (বুখারী মুসলিম, ইবনু মাজাহ-পৃষ্ঠা-৩, অধ্যায়- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ)।
আরও দেখুনঃ আন নওয়াবির চল্লিশ হাদিস pdf বই ডাউনলোড
নিচে ইকামাতুস সালাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 5.3 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুফতী কাজী মুহাম্মাদ ইবরাহীম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ