ইবাদত
ইবাদত pdf বই ডাউনলোড। এ দুনিয়ার মানব ও জ্বীনদের প্রেরনের একমাত্র উদ্দেশ্য হলো মহান স্রষ্টার ইবাদত বা দাসত্ব করা । তার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্য তিনি তাদেরকে সৃষ্টি করেননি বলে পরিষ্কার ঘোষনা করে দিয়েছেন ।
তিনি বলেছেন : আমি জ্বীন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছুই উদ্দেশ্য করিনি । আর যুগে যুগে নবী রাসূল প্রেরনের উদ্দেশ্যও তাই ছিল বলে তিনি ঘোষনা করেছেন । ইরশাদ হয়েছে : নিশ্চয় আমি প্রত্যাক উম্মতের মধ্যেই রাসুল প্রেরন করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুত থেকে দূরে থাক ।
আরও দেখুনঃ প্রশ্নোত্তরে ইসলামি জ্ঞান pdf বই ডাউনলোড
সুতরাং এর অর্থ দাঁড়ায় যে মানুষ কখনো আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করুক তা তিনি চান না । তাহলে কি মানুষ জীবনব্যপী যা করে তা সবই ইবাদত হওয়ার সম্ভব ? যদি তা না হয় তাহলে মানুষ কে সৃষ্টি করে এই অসম্ভবের মুখোমুখি কেন করা হলো ? নাকি ইবাদত সম্পাদানের এমন কোন বিশেষ প্রক্রিয়া বিদ্যমান যাতে জীবনের সকল মুহূর্তকেই ইবাদতে পরিনত করা যায় ।
এবং মানুষকে সৃষ্টি করার পেছনে মহান আল্লাহর যে উদ্দেশ্য তাও বাস্তবায়িত হয় । মোট কথা ইসলামের ইবাদতের আসণ পরিচয় ও পরিধি কি ? এটিই কি এই বইয়ের মূল প্রুত পাদ্য বিষয় । এ বিষয়ে লিকা পান্ডলিপিটি বাংলাদেশের ইসলামিক সেন্টারে জমা দিলে তারা এর উপর আলোচনার জন্য একটি স্টাডি সেশনের আয়েজন করেন ।
আরও দেখুনঃ পানাহার পদ্ধতি pdf বই ডাউনলোড
সেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কয়েকটি গুরুত্বপূর্ণ দীনী শিক্ষায়তনের কয়েকজনের গবেষক পান্ডুলিপির বিভিন্ন দিক আলোচনা করেন । এবং কিছু গুরুত্বপূর্ন পরামর্শ দেন । তাদের সেই মূল্যবান পরামর্শগুলোর জন্য আলোকে আমি বইটিকে নতুন ভাবে লেখে সাজিয়েছে ।
ইবাদত বিষয়ে আমার এ লিখাটিকে আরো অর্থ নির্ভর এবং সম্পাদন করার জন্য যেসব সম্মানিত গবেষক তাদের মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই । মহান আল্লাহর তাদেরকে উত্তম প্রতিফল দান করূন ।
আরও দেখুনঃ সম্পদ অর্জন ও ব্যায় pdf বই ডাউনলোড
নিচে ইবাদত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 4.07 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ ড. মোহাম্মাদ শফিউল আলম ভূঁইয়া অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ