ইসলামী আচরণ pdf বই ডাউনলোড। আজ থেকে চৌদ্দশত বছর আগে প্রিয়নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এ দুটি জিনিষের হুকুম মত চলবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর তা হল আল্লাহর কিতাব আল কুরআন ও আমার সুন্নাত-আল হাদীস। সমাজ জীবনে আমাদের আচরণ কেমন হওয়া উচিত নিচের হাদীসটি তা স্পষ্টভাবে বলে দেয়-
হযরত আবু হুরায়রা রা: হতে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লহ! অমুক মহিলা বেশী নামায পড়ে, রোজা রাখে এবং দান খয়রাত করার ব্যাপারে খ্যাতি লাভ করেছে। কিন্তু সে তার প্রতিবেশীকে নিজের মুখের দ্বারা কষ্ট দেয়। তিনি বললেন, সে জাহান্নামী।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল্লাহ তাআলা কোথায় আছেন pdf বই ডাউনলোড
- নারী ও পুরুষ ভুল করে কোথায় pdf বই ডাউনলোড
- অমুসলিমদের প্রতি মুসলিমদের আচরণ pdf বই ডাউনলোড
- আল্লাহ কোথায় pdf বই ডাউনলোড
- অমুসলিমদের সাথে রাসূল সাঃ এর আচরণ প্রসঙ্গ pdf বই ডাউনলোড
লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ! অমুক অপর এক মহিলা, যে কম করে রোজা রাখেন, দান করে এবং নামায পড়ে বলে জনশ্রুতি আছে। তার দানের পরিমাণ হলো পনীরের টুকরা বিশেষ, কিন্তু সে নিজের মুখের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আবু হুরায়রা রা: থেকে বর্ণিত হয়েছে: রাসূলুল্লাহ সাঃ বলেছেন, তোমরা কি জানো কাংগাল কে? লোকেরা বললো, আমাদের মধ্যে সেই কাংগাল যার টাকা পয়সা ও ধন-সম্পদ নেই।
রাসূলুল্লাহ সাঃ বললেন, আমার উম্মতের মধ্যে সে ব্যক্তিই প্রকৃত কাংগাল যে কিয়ামতের দিন সালাত, সওম এবং যাকাত সহ আল্লাহর দরবারে হাজির হবে এবং তারই সাথে সে দুনিয়াতে কাউকে গালি দিয়ে থাকবে, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে থাকবে, কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করে থাকবে, কাউকে হত্যা করে থাকবে, অথবা কাউকে অন্যায়ভাবে প্রহার করে থাকবে।
আমরা আমাদের প্রিয় নবী স:-এর কথা ভুলে গেছি বলে পথ তারা হয়েছি। ফলে কোথায় কোন আইন মেনে চলতে হবে, কোথায় কেমন আচরণ করতে হবে, কোথায় কি কথা বলতে হবে- ইত্যাদি ব্যাপারে আমরা সঠিক ভূমিকা পালন করতে পারছি না। আমাদের ভবিষ্যত প্রজন্ম এ ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে। দেশের শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষতা ও জড়বাদের অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন। ইসলামের প্রজ্জ্বলিত আলো এর মধ্যে প্রবেশ করার সুযোগ পাচ্ছে না।
পলৈ দিন দিন আমাদের সোনার ছেলেমেয়েরা জাহেলিয়াতের হিংস্র কালো থাবায় ক্ষতবিক্ষত হচ্চে। অন্ধকারে পথ হাতড়াতে গিয়ে কখনও আহত কখনও রক্তাক্ত হচ্ছে তাদের হাতগুলো। অন্য দিকে প্রচার জগতের ইলেকট্রনিক মিডিয়া কটি ও নিষ্পাপ অন্তরগুলোকে জাহেলিয়াতের ভয়াবহ অগ্নিকান্ডে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। জীবনকে করে তুলছে অভিশপ্ত। আমাদের ভবিষ্যত প্রজন্মকে কুরআন হাদীসের অক্সিজেন দিয়ে এবং আমাদের মৃত প্রায় দেহগুলোকে জীবন্ত করার মানসে ইসলামী আচরণ এই বইটি লিখা হল।
নিচে ইসলামী আচরণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | আচরণ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.30 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৭ |
বইয়ের লেখকঃ | অধ্যাপক মুজিবুর রহমান |
অনুবাদঃ |